প্রতি মাসে ফেসিয়াল, নিত্য নতুন প্রোডাক্ট ব্যবহার, সঙ্গে চলে ঘরোয়া টোটকা। ত্বক উজ্জ্বল করতে ও ত্বকের যত্ন নিতে আমরা সকলে মরিয়া। তবে, এই সকল নানা রকম প্রচেষ্টার পরও ট্যান থেকে ব্রণ সবেরই দেখা মেলে। আজ রইল রান্না ঘরের টোটকা। রান্না ঘরের এই কয়টি জিনিস ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। জেনে নিন কী কী।