কাজের চাপে হোক কিংবা পরিস্থিতির চাপে অনেকেরই দেখা করাটা অনেকটাই কমে গেছে। যার ফলে সঙ্গীর প্রতি নজরদারিও কমেছে। অনেকসময় মনে হচ্ছে পার্টনার যেন আজকাল সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সময় কাটাচ্ছে। একটানা ঘরে থাকতে থাকতে টানও যেন কমে যাচ্ছে একে অপরের প্রতি। শুধু প্রেমিক-প্রেমিকাই নন, স্বামী বা স্ত্রীর সম্পর্কেও যদি এরকম খটকা লাগে, তাহলেও ঘাবড়াবেন না। আপনার মনে হতেইই পারে পুরোনো সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কও রয়েছে আপনার সঙ্গীর, এতে টেনশন করবেন না বরং মাথা ঠান্ডা রেখে চোখ রাখুন সঙ্গীর সোশ্যাল মিডিয়ার পাতায়।