কখনও লাল, বিচ ব্রাউন, ক্যারামেল, গ্লোল্ডেন ব্রাউন, চেস্টাট, মেহগনি রঙের (Color) মতো নানান রঙের ছোঁয়া দিয়ে থাকেন চুলে। এবার চুলে রঙ করানোর আগে মেনে চলুন কয়টি জিনিস। ভুলেও এই চার ভুল করবেন না। এতে চুল (Hair) ও ত্বকের (Skin) মারাত্মক ক্ষতি হতে পারে। এবার থেকে চুলে ব্লিচ করানোর আগে মাথায় রাখুন কয়টি জিনিস।