ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। রোজ ডে (Rose Day), কিস ডে (Kiss Day), চকোলেট ডে (Chocolate Day), হাগ ডে (Hug Day) থেকে ভ্যালেন্টাইন্স ডে (Valentine Day) পর পর রয়েছে উৎসব। প্রেমের মাস শুরু আগেই ভালোবাসার মানুষকে মনের কথা জানান। জেনে নিন কী করে প্রেমের প্রস্তাব দেবেন।