ভারতের আইনে প্রকাশ্যে নগ্ন হওয়া অপরাধ। তবে এখানে এমন অনেক সৈকত আছে যেখানে সবাই নগ্ন হয়ে ঘোরেন। ভারতের এমন বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে, যেখানে নগ্ন হয়ে অনেকেই 'সানবাথ' নিয়ে থাকেন। কর্নাটকের 'ওম বিচ' (Om Beach) অনেককেই আকর্ষণ করে। এই সৈকতে আপনি অনায়াসেই সান ট্যান নিতে পারেন। কেরালার 'মারারি বিচ'(Marari Beach) -এ অপনি নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারেন। সেখানে নিশ্চিন্তে আরাম করতেও পারেন। গোয়া পর্যটকদের অত্যন্ত আকর্ষণ করে। গোয়ার 'ওজরান বিচ'(Ozran Beach) -এ নিজের মতো থাকতে পারেন, কেউ বাধা দেবে না। লাক্ষাদ্বীপ- এর 'আগাটি' দ্বীপের সৈকত (Agatti Island Beach)। অনেকেই একে 'টপলেস বিচ' বলে চেনেন। এখানে অনেকেই নগ্ন হয়ে ঘোরেন। কর্নাটকের গোকর্ণ- র 'প্যারাডাইস বিচ'(Paradise Beach) স্বর্গের মতই সুন্দর। অপরূপ পরিবেশে এখানে আপনি 'সানবাথ' নিতে পারেন।