সংক্ষিপ্ত
বছর পালিত হচ্ছে, ১৬১ তম জন্মবার্ষিকী। কলকাতার ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭ মে) জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে ২৫ বৈশাখ দিনটি পালিত হয় রবীন্দ্র জয়ন্তী হিসেবে। এই দিনটি আপামর বাঙালি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ব কবিকে। আজ শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে স্মরণ করুন কবি গুরুকে। দেখে নিন কেমন বার্তা পাঠাবেন।
দেশ জুড়ে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের মতো শ্রদ্ধা জানাচ্ছেন কবি গুরুকে। বছর পালিত হচ্ছে, ১৬১ তম জন্মবার্ষিকী। কলকাতার ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭ মে) জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে ২৫ বৈশাখ দিনটি পালিত হয় রবীন্দ্র জয়ন্তী হিসেবে। এই দিনটি আপামর বাঙালি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ব কবিকে। সে কারণে বিভিন্ন স্থানে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনের শুরু হোক বিশ্ব কবিকে স্মরণ করে। সকাল বেলা শ্রদ্ধা জানান তাঁকে। পাঠান শুভেচ্ছা বার্তা। প্রিয়জন, বন্ধু, কাছের মানুষ সকলকে পাঠান রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। দেখে নিন কী বার্তা লিখবেন।
‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। শুভ রবীন্দ্র জয়ন্তী।’ লিখতে পারেন এমন বার্তা।
‘মেঘ আমার জীবনে ভাসছে,
আর বৃষ্টি বা উত্তোলনের ঝড় বহন করবে না।
তবে আমার সূর্যাস্তের আকাশে রঙ যুক্ত করুন।
রইল শুভ রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।’- এভাবে শুভেচ্ছা জানান সকলকে।
অথবা লিখতে পারেন, ‘রবি ঠাকুরের জন্ম তিথি উপলক্ষ্যে তাঁকে জানাই শ্রদ্ধা। শুভ রবীন্দ্র জয়ন্তী।’
‘হে নূতন, দেখা দিক বার বার জন্মেরও প্রথম শুভক্ষণ...শুভ রবীন্দ্র জয়ন্তী।’ এমন ভাবে রবি ঠাকুরের উক্তি তুলে লিখতে পারেন শুভ রবীন্দ্র জয়ন্তী।
আজ রবিঠাকুরের আবির্ভাবের দিন। তাই লিখতে পারেন, চির নূতনের দিল ডাক/পঁচিশে বৈশাখ। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে জানানাই শুভেচ্ছা। আর বিশ্ব কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
রবীন্দ্রনাথে লিখে যাওয়া উক্তি তুলে সকলে জানাতে পারেন শুভেচ্ছা। লিখতে পারেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। শুভ রবীন্দ্র জয়ন্তী।
আজ রাজ্য জুড়ে সাড়ম্বরে উদযাপন হবে পঁচিশে বৈশাখ। গল্পে, গানে, কবিতায় তাঁকে স্বরণ করবেন সকলে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে শান্তিনিকেতন- সর্বত্র আজ উৎসবের মেজাজ। সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদেশেও পালিত হয় এই উৎসব। তিনি ছিলেন বিশ্ব খ্যাত ব্যক্তিত্ব। তার রচনা তথা সৃষ্টি সারা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা দিয়েছে এগিয়ে চলার। আজ কবিগুরুর ১৬১ তম জন্মদিনে আপনিও জানান শ্রদ্ধা।
আরও পড়ুন- অগ্নিমূল্য বাজারে চড়চড়িয়ে বাড়ছে সোনা ও রূপোর দাম, কলকাতার দর কত
আরও পড়ুন- এই মানুষদের কখনও কেটো ডায়েট করতে নেই, হতে পারে চরম সর্বনাশ
আরও পড়ুন- 'হে নূতন, দেখা দিক আর-বার', কবির সম্পর্কে অজানা কিছু বিষয়, বাঙালি হয়ে যা না জানলেই নয়