সংক্ষিপ্ত

  • বর্ষায় চুলের যত্ন নিন
  • বৃষ্টিতে ভেজার পর কী করা দরকার জানুন
  • বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে চলুন চুল
  • শ্যাম্পু করুন সপ্তাহে দুদিন

বর্ষা মানেই অজান্তেই বৃষ্টির প্রকোপ। ছাতা খুলে তরিঘড়ি বৃষ্টির জলের হাত থেকে বাঁচতে সময় লাগে বেশ। তারই মধ্যে চুল ভিজে গেল। তাই নিয়েই সারাদিন অফিস করে বাড়ি। ফলেই চুলের গোড়ায় জমে থাকা জলে আলগা হয়ে যায়। তাতেই সমস্যা আরও বৃদ্ধি পায়। চুল পরা বাড়তে থাকে, চুল পাতলাও হয়ে যায়। তাই জানুন বৃষ্টির জলে ভেজার পর কীভাবে চুলের যত্ন নেবেন। তাই মাথায় রাখুন এই সময় কী কী স্টেপ নেওয়া প্রয়োজনঃ
১. বৃষ্টিতে ভেজার পর চুল শুকনো রাখুন। চুল খুলে তা শুকিয়ে ফলুন। জল জমতে দেবেন না।
২. বৃষ্টিতে ভেজার পর বাড়ি ফিরে প্রথমেই চুল ধুয়ে ফেলুন। তারপর তা শুকনো করে মুছে নিন।
৩. বৃষ্টিতে চুল ভিজলে তা মুছে নিন, সেই জল বেশিক্ষণ চুলে রাখতে দেবেন না।
৪. সপ্তাহে অন্তত পক্ষে দুইবার শ্যাম্পু করে ফেলুন। নইলে চুলে বৃষ্টির জল থেকে দুর্গন্ধ হয়।
৫. বৃষ্টিতে ভেজার পর চুল চিরুনি দিয়ে না আঁচড়ানই ভালো। তাতে চুল ঝড়ে কম। 
৬. বৃষ্টিতে ভেজার পর অতিরিক্ত কন্ডিশনর দিয়ে জল না ধোয়াই ভালো। তাতে চুল ভালো থাকে। 

ফলেই বর্ষায় চুলের বিশেষ যত্ন নিন। সহজেই চুল পরার হাত থেকে মিলবে রেহাই। সেই দিকে নজর দিয়ে এবার প্রস্তুতি নিন বর্ষার।