দেশবিভাগকে নিয়ে সাহিত্য রচনা সবচেয়ে বেশি হয়েছে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে— পঞ্জাবে। তাই সাদাত হোসেন মান্টো, খুশবন্ত সিং, কৃষণ চন্দর, মুন্সী প্রেম চন্দ, কর্তার সিং দুগগাল, খাজা আহমদ আব্বাস, ইসমত চুগতাই, মুলক রাজ আনন্দ, কালিন্দিচরণ পাণিগ্রাহী, অমৃতা প্রিতম, গুলজার সিং সন্দু, কুররাতুল আইন হায়দার-এর মতো দেশভাগ নিয়ে লেখা রচনাসম্ভার বাংলা সাহিত্য হয়তো পায়নি।