সংক্ষিপ্ত
- কনুই ও হাঁটুর কালো ছোপে সমস্যা
- ঘরোয়া উপায় সারিয়ে ফেলুন
- রইল কিছু সহজ টিপস
- এক মাসের মধ্যেই মিলবে সমাধান
অনেকরই গায়ের রঙ ফর্সা হওয়ার সত্ত্বেও কনুই ও হাঁটুর রঙ নিয়ে সমস্যা দেখা যায়। এই অংশ কালো ছোপ হয়ে থাকায় পোশাকের ব্যাপারে বিশেষ যত্নশীল হতে হয়। কিন্তু এই সমস্যা নিয়ে মাথা ঘামিয়েও মিলছে না সমাধানের পথ। ফলেই পোশাক পরতে গেলে বেগ পেতে হচ্ছে। এই কালো ছোপ যদি অল্পতেই কমিয়ে না ফেলেন পরবর্তীতে তা আরও গাঢ় হয়েযাবে।
আরও পড়ুনঃ বাড়ছে তল পেটের মেদ, রইল কমিয়ে ফেলার সহজ উপায়
তাই এবার ঘরোয়া টিপস-এ সারিয়ে ফেলুন কনুই ও হাঁটুর কালো দাগ।
১. কালো ছোপ যেখানে পরে আছে সেই অংশে দই লাগিয়ে রাখুন। ২০ মিনিট ধরে রাখার পর তা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
২. শসার টুকরো ভালো করে ঘষে নিন এই অংশে। শসার রস করেও লাগাতে পারেন। তারপর ১৫ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন।
৩. দুধের সর ত্বকের রং ফিরিয়ে আনার জন্য ভিষণ ভাবে উপকারী। তাই ঘন দুধের সর নিয়ে এই অংশে লাগিয়ে রাখুন। সুফল মিলবে।
৪. মধু, হলুদ গুঁড়ো ও দুধের মিশ্রণ বানিয়ে হাঁটুতে বা কনুইয়ে লাগিয়ে রাখুন। এতে ডেড সেল উঠে যাবে। এবং পরিষ্কার হয়ে যাবে।
৫. দুধের সঙ্গে মিশিয়ে নিন বেকিং সোডা। এতে কালো থোপ সহজেই কমে যাবে। এবং উজ্জ্বল রং আবারও ফিরে আসবে।