তালিবান অধিকৃত আফগানিস্তানের সব থেকে বড় শহর মাজার ই শরিফে যাবে পাকিস্তানের বিমান। নিয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধ ও সরঞ্জাম।
এতদিন যা লুকিয়ে চুরিয়ে চলছিল এবার তা প্রকাশ্যে আনল ইমরান খানের প্রশাসন। পাকিস্তান জানিয়েছে তালিবান অধিকৃত অফগানিস্তানের মাজার-ই-শরিফে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা ও সরঞ্জান সরবরাহ করবে। পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন পাকিস্তান ইন্টার ন্যাশানাল এয়ারলাইন্স একটি কার্গো বিমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা সামগ্রী সরবরাহ করবে।
সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছেন ইসলামাবাদ থেকে মারাই ই শরীফ- বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা সামগ্রী নিয়ে প্রথম পাকিস্তানের কার্গো বিমান যাবে। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে আফগানিস্তানে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য গোটা বিষয়টিকে তিনি একটি মানবিক বায়ু সেতু বলেও চিহ্নিত করেছেন। একই সঙ্গে পাকিস্তানের বিমান সংস্থাকে ধন্যবাদও জানিয়েছেন। তবে কখন এই বিমানটি আফগানিস্তানের মাটি স্পর্শ করবে তা অবশ্য জানাননি তিনি।

আফগানিস্তানে তালিবানদের জয় ভারতের কাছে বিপদ ঘণ্টা, পাক সীমান্তে বাড়ছে জঙ্গি আনাগোনা
আফগানিস্তানে ISIS জঙ্গিদের জন্যই মার্কিন সেনার বিশেষ ড্রোন, জানুন আমেরিকার ভয়ঙ্কর অস্ত্রটি সম্পর্কে
করোনার নতুন রূপ আরও ভয়াবহ বলেই আশঙ্কা বিজ্ঞানীদের, C.1.2 চ্যালেঞ্জ জানাতে পারে টিকাকেও
খাবার,জল আর অর্থ সংকটে ভুগছে আফগানিস্তান। কাবুল ব্যাঙ্ক খুললেও কোষাগারে যে টাকা নেই তা স্পষ্ট হয়ে গেছে ব্যাঙ্কের সামনে লম্বা লাইনেই। সরকারি কর্মীরাও ৩-৬ মাস বেতন পায়নি বলেও জানিয়েছেন। এই অবস্থায় তালিবানরা দাবি করছে প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশের সম্পক্তি লুঠ করে নিয়ে চলেছেগেছেন। ঘানিকে টাকা সমেত দেশে ফেরত আসতেও বলা হয়েছে।



