Durga Puja Shopping: প্রসঙ্গত, দেশের জিএসটি সিস্টেমে এবার বড়সড় পরিবর্তন এনেছে কাউন্সিল। স্বাভাবিকভাবেই, পুজোর কেনাকাটার ক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন যে, খরচ বাড়বে ন কমবে? 

Durga Puja Shopping: দুর্গাপুজো আসছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই মা আসছেন। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে বাঙালির আবেগ চিরন্তন। দুর্গাপুজোর (Durga Puja 2025) জন্য অনেকে ইতিমধ্যেই কেনাকাটা শুরুও করে দিয়েছেন। কিন্তু এবার নয়া জিএসটি কাঠামোর প্রভাব সরাসরি এসে পড়তে পারে দুর্গাপুজোর কেনাকাটায় (New GST slab)।

প্রসঙ্গত, দেশের জিএসটি সিস্টেমে এবার বড়সড় পরিবর্তন এনেছে কাউন্সিল। স্বাভাবিকভাবেই, পুজোর কেনাকাটার ক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন যে, খরচ বাড়বে ন কমবে? কারণ, নয়া কাঠামোতে মাত্র দু’টি স্ল্যাব থাকবে। সেটি হল ৫-১৮%। তবে এর আগে ছিল মোট চারটি স্ল্যাব। ৫ এবং ১৮% ছাড়াও থাকত ১২ ও ২৮%-এর স্ল্যাব।

কোনও প্রভাব পড়বে না

কিন্তু নতুন এই কাঠামোতে দেখা যাচ্ছে, ২৫০০ টাকার বেশি জামাকাপড় কিনলে ১২%-এর বদলে দিতে হবে ১৮% জিএসটি। উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি-র হার কার্যকর করা হবে। ফলে, তার আগেই কেনাকাটা সেরে ফেললে তার কোনও প্রভাব পড়বে না। কিন্তু ঐ তারিখ থেকে কেনাকাটার ক্ষেত্রে বেশি খরচ হবে। 

ইতিমধ্যেই রিটেইলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং ক্লোথিং ম্যানুফাকচারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই দুটি স্ল্যাবের জিএসটি কাঠামোকে স্বাগত জানিয়েছে। তবে তারা এই প্রশ্নও তুলেছে যে, ২৫০০ টাকার বেশি কেনাকাটার ক্ষেত্রে জিএসটি লাগু হওয়ার বিষয়টি নিয়ে। তাদের দাবি, এর ফলে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা বেজায় সমস্যায় পড়বেন।

মোট ৩৩টি জীবনদায়ী ওষুধের উপর থেকেও জিএসটি তুলে দেওয়া হয়েছে

অন্যদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠমোতে এই পরিবর্তন আনা হয়েছে। সেই কারণেই বেশিরভাগ খাবারের দাম কমানো হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য বিমা এবং জীবন বীমার উপর থেকেও জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। মোট ৩৩টি জীবনদায়ী ওষুধের উপর থেকেও জিএসটি তুলে দেওয়া হয়েছে। ঠিক একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির এবং দুধের ক্ষেত্রেও। 

জানা যাচ্ছে, নতুন জিএসটি কাঠামোর ফলে, ১৭৫টি জিনিসের দাম কমতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।