2026 Women's T20 World Cup: আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। এক বছর আগেই এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি (ICC)।

2026 Women's T20 World Cup India vs Pakistan: আগামী বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপের (2026 Women's T20 World Cup) সূচি প্রকাশ করল আইসিসি (ICC)। বুধবার এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) দিনক্ষণও জানা গিয়েছে। আগামী বছরের ১২ জুন শুরু হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ইংল্যান্ড (England) ও ওয়েলশে (Wales) ৬টি স্টেডিয়ামে হবে খেলা। এজবাস্টনে (Edgbaston) উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা (Sri Lanka)। প্রথমবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে খেলছে ১২টি দল। ৬টি করে দলকে নিয়ে ২টি আলাদা গ্রুপ রাখা হচ্ছে। ৮টি দল সরাসরি যোগ্যতা অর্জন করছে। বাকি ৪ দল যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে মূলপর্বে খেলবে। এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে আইসিসি।

ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ ওয়ানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া (Australia), দক্ষিণ আফ্রিকা (South Africa) ছাড়াও যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা ২টি দল থাকবে। গ্রুপ টু-তে থাকছে গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড (New Zealand), গতবারের রানার্স দক্ষিণ আফ্রিকা (South Africa), আয়োজক দেশ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা ২ দল। ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। এই গ্রুপ অত্যন্ত শক্তিশালী। ফলে ভারতীয় দলের জন্য টুর্নামেন্টের শুরু ভালোভাবে করা জরুরি। পাকিস্তানের বিরুদ্ধে মহিলাদের টি-২০ ম্যাচে ভারতের রেকর্ড অত্যন্ত ভালো। ২ দল ১৫টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। পাকিস্তান শেষবার টি-২০ ম্যাচে ভারতকে হারিয়েছিল ২০২২ সালে মহিলাদের এশিয়া কাপে (2022 Women's T20 Asia Cup)। ফলে এগিয়ে থেকেই খেলতে নামবে ভারতীয় দল।

ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকে এখনও পর্যন্ত ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই হয়নি। তবে এবার এই লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা এখন অনেক বেড়ে গিয়েছে। ফলে মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।