সংক্ষিপ্ত

2027 Cricket World Cup: ভারতীয় দলের হয়ে একাধিকবার আইসিসি টুর্নামেন্ট জিতেছেন বিরাট কোহলি। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপই হয়তো এই তারকার শেষ আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে।

Virat Kohli Career Goal: ভারতীয় দলের হয়ে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ (2011 Cricket World Cup), ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2013), ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024), এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জিতেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আগামী বছর টি-২০ বিশ্বকাপে (2026 Men's T20 World Cup) খেলবেন না এই তারকা। কারণ, তিনি টি-২০ বিশ্বকাপ জেতার পরেই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে টি-২০ বিশ্বকাপে না খেললেও, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 Cricket World Cup) খেলবেন বিরাট। শুধু খেলাই নয়, এই টুর্নামেন্ট জিততেও চান তিনি। এক অনুষ্ঠানে বিরাট বলেছেন, ‘পরবর্তী বড় পদক্ষেপ কী? আমি জানি না। হয়তো ২০২৭ সালে পরবর্তী বিশ্বকাপ জেতার চেষ্টা করব।’

ফের আইসিসি টুর্নামেন্ট জিততে পারবেন বিরাট?

ভারতীয় দল পরপর তিন বছর আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে দু'বার চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে আইসিসি টুর্নামেন্টের খরা কাটায় ভারতীয় দল। তারপর এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন বিরাটরা। আগামী বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ জেতার চেষ্টা করবেন সূর্যকুমার যাদবরা। সেই টুর্নামেন্টে না খেললেও, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ জিততে চান বিরাট। এই টুর্নামেন্ট হতে চলেছে দক্ষিণ আফ্রিকায়। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার সেই দেশেই ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারত।

কেরিয়ারের শেষ প্রান্তেও সাফল্যের লক্ষ্যে বিরাট

দেড় দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বিরাট। তিনি অনেক সাফল্য পেয়েছেন। কেরিয়ারের শেষ প্রান্তে এসেও সাফল্য পেতে চাইছেন এই তারকা ব্যাটার। তিনি ফের আইসিসি টুর্নামেন্ট জিততে পারলে গৌরবজনকভাবেই কেরিয়ার শেষ করতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।