- Home
- Sports
- Cricket
- Mumbai Indians: আইপিএল-এ অভিষেকেই চমক অশ্বিনী কুমারের, আগেও তারকা তৈরি করেছে মুম্বই ইন্ডিয়ানস
Mumbai Indians: আইপিএল-এ অভিষেকেই চমক অশ্বিনী কুমারের, আগেও তারকা তৈরি করেছে মুম্বই ইন্ডিয়ানস
IPL 2025, MI vs KKR: সোমবার চলত আইপিএল-এ (IPL 2025) প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচের নায়ক পেসার অশ্বিনী কুমার (Ashwani Kumar)।

আইপিএল-এ অভিষেকেই চমক, মুম্বই ইন্ডিয়ানসের নতুন তারকা অশ্বিনী কুমার
সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসকে প্রথম জয় এনে দিয়েছেন তরুণ পেসার অশ্বিনী কুমার।
আইপিএল-এ অভিষেক ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স অশ্বিনী কুমারের
সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিনী কুমার। আইপিএল-এ অভিষেক ম্যাচে এটাই কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স।
অশ্বিনী কুমারই প্রথম নন, আগেও একাধিক তরুণ ক্রিকেটারকে তারকা করে তুলেছে মুম্বই ইন্ডিয়ানস
সোমবারের ম্যাচের পর থেকেই যেমন ক্রিকেট দুনিয়ায় অশ্বিনী কুমারকে নিয়ে আলোচনা চলছে, তেমনই এর আগেও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে তারকা হয়ে উঠেছেন অনেক তরুণ ক্রিকেটার।
মুম্বই ইন্ডিয়ানসের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়াও আইপিএল থেকেই তারকা হয়ে উঠেছেন
২০১৫ সালে প্রথমবার আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পান হার্দিক পান্ডিয়া। তারপর অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে তিনি তারকা হয়ে ওঠেন।
হার্দিক পান্ডিয়ার মতোই তারকা হয়ে উঠেছেন তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়া
২০১৬ সালে প্রথমবার আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসে যোগ দেন ক্রুণাল পান্ডিয়া। ভাই হার্দিক পান্ডিয়ার মতো ভালো পারফরম্যান্স না দেখাতে পারলেও, তারকা হয়ে উঠেছেন ক্রুণাল।
২০১৩ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পান, তারপর তারকা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন এই পেসার। তিনি আইপিএল-এ খেলার সুবাদেই তারকা হয়ে ওঠেন।
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুবাদে তারকা হয়ে উঠেছেন তিলক ভার্মা
২০২২ সালের আইপিএল-এ প্রথমবার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পান হায়দরাবাদের তরুণ ক্রিকেটার তিলক ভার্মা। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের সুবাদে তিনি তারকা হয়ে উঠেছেন।
নেহাল ওয়াধেরার মতো তরুণ ক্রিকেটারকেও তৈরি করছে মুম্বই ইন্ডিয়ানস টিম ম্যানেজমেন্ট
পাঞ্জাবের মারকুটে ব্যাটার নেহাল ওয়াধেরা ২০২৩ সালে প্রথমবার আইপিএল-এ খেলার সুযোগ পান। এবার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন এই তরুণ।
আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ানসের অন্যতম আবিষ্কার তরুণ ক্রিকেটার ভিগনেশ পুথুর
এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন তরুণ বাঁ হাতি স্পিনার ভিগনেশ পুথুর। অভিষেক ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নজর কেড়ে নেন কেরলের এই ক্রিকেটার।
সোমবার চলতি আইপিএল-এ প্রথম জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ানস
এবারের আইপিএল-এ প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার পর সোমবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ানস।

