India vs Australia Series 2025: কেন রোহিত শর্মাকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরানো হল? এবার সেই বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। 

India vs Australia Series 2025: আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারত একটি একদিনের সিরিজ এবং একটি টি-২০ সিরিজ খেলবে (india vs australia series 2025)। কিন্তু শনিবার যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, একদিনের দলের অধিনায়কের পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে (india odi squad for australia 2025)।

কিন্তু কেন রোহিতকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরানো হল? 

একদিনের দলের অধিনায়কের পদ থেকে রোহিত শর্মাকে সরানোর সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি বলেন, অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়ে রোহিত শর্মাকে আগে থেকেই জানানো হয়। এমনিতেই টিম ইন্ডিয়ার সামনে বেশি ওডিআই ম্যাচ নেই। তাই পরবর্তী অধিনায়ককে যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। শনিবারের প্রেস কনফারেন্সে আগরকর বলেন, অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত রোহিত এবং নির্বাচক কমিটি একসঙ্গে নিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ওডিআই অধিনায়ক হিসেবে রোহিতের এটিই ছিল শেষ অ্যাসাইনমেন্ট। ভারত এবার এশিয়া কাপও জিতেছে। যে দলের সহ-অধিনায়ক ছিলেন শুভমান। কখনও কখনও অবস্থান এবং দলের স্বার্থের কথা ভেবে ভবিষ্যতের দিকে তাকাতে হয়। এটি একটি কঠিন চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন আগরকর। 

বিসিসিআই-এর লক্ষ্য একদিনের বিশ্বকাপ

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরের আগে, ভারতের তরুণ ব্যাটার শুভমান গিলকে রোহিত শর্মার পরিবর্তে ভারতের ওডিআই দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। 

সেই দলে আবার শ্রেয়স আইয়ারকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছেন যে, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিসিসিআই-এর এই ঘোষণার আগে, ভারতের প্রতিটি ফরম্যাটের জন্য তিনজন আলাদা আলাদা অধিনায়ক ছিলেন। রোহিত ওডিআই দলের, গিল টেস্ট দলের এবং সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছিলেন। সূত্রের খবর, ২৫ বছর বয়সী গিল ভবিষ্যতে তিন ফরম্যাটেই দলের দায়িত্ব নিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।