Ashes 2025: সিডনিতে ঘটে যাওয়া নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছে দুই দল এবং একযোগে বার্তা দিয়েছে। প্রসঙ্গত, সিডনির বন্ডি সমুদ্রসৈকতে দুই আততায়ীর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।

Ashes 2025: ঐতিহাসিক অ্যাশেজ় সিরিজ মানেই মাঠের বাইরের লড়াই এবং প্রতিটি টেস্টের আগে বাগ্‌যুদ্ধ (australia vs england ashes)। কিন্তু এবার অ্যাডিলেডে লড়াইতে নামার আগে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছেনা। বরং, একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট দল (sydney news)। 

যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

সিডনিতে ঘটে যাওয়া নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছে দুই দল এবং একযোগে বার্তা দিয়েছে। প্রসঙ্গত, সিডনির বন্ডি সমুদ্রসৈকতে দুই আততায়ীর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন এক আততায়ীও। এবার সেই ঘটনার পর, যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 

সেখানে তারা লিখেছে, “বন্ডি সমুদ্রসৈকতে যে ভয়ঙ্কর হত্যালীলা হয়েছে, তাতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রীতিমতো আতঙ্কিত। আমরা যাদের হারালাম, তাদের পরিবারকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে, ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার জনগণের পাশে আমরা রয়েছি প্রত্যেকে।”

অন্যদিকে, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সের বাড়ি সিডনিতেই। তিনি এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। এখনও আহত অবস্থায় ২৭ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে, রক্তের প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে

এই পরিস্থিতিতে সকলকে রক্তদান করার জন্য আবেদন জানিয়েছেন কামিন্স। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, “বন্ডিতে যে ঘটনা ঘটেছে, তারপর আমরা সবাই আতঙ্কিত। বন্ডির সাধারণ মানুষ, ইহুদি সম্প্রদায় এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। পারলে দয়া করে রক্তদান করুন। এখন রক্তের খুব দরকার।”

পাশাপাশি অ্যাডিলেডে টেস্ট ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন দুই দলের ক্রিকেটাররা। শুধু তাই নয়, বুধবার ম্যাচ শুরুর আগে শ্রদ্ধা জানানো হবে নিহতদের সবাইকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।