সংক্ষিপ্ত

এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত। ভারতীয় দল যে পাকিস্তানে খেলতে যাবে না সেটা স্পষ্ট। এই পরিস্থিতিতে পাকিস্তানে এশিয়া কাপ আদৌ হবে কি না, সেটা নিয়ে পাক সংবাদমাধ্যমই সংশয় প্রকাশ করছে।

কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছে, ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কেন্দ্রে দিয়ে এশিয়া কাপ আয়োজন করা হবে। কিন্তু এখন পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পিসিবি যদি নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ আয়োজনে রাজি না হয়, তাহলে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে এই টুর্নামেন্ট। আবার সংবাদমাধ্যমের একাংশের দাবি, এ বছরের মতো স্থগিত রাখা হতে পারে এশিয়া কাপ। সেই সময় পাকিস্তানকে বাদ দিয়ে দুবাইয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, এশিয়া কাপ স্থগিত রাখা বা পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়নি। এখনও পর্যন্ত ঠিক আছে, সেপ্টেম্বরে নির্দিষ্ট সূচি মেনেই হবে এশিয়া কাপ।

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। সেই কারণেই এবারের এশিয়া কাপ হবে ওডিআই ফর্ম্যাটে। পাকিস্তান এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরেই বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ জানিয়ে দেন, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা হুমকি দেন, ভারতীয় দল যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে পিসিবি-ও ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠাবে না। রামিজের পর নজম শেঠিও পিসিবি চেয়ারম্যান হয়ে একই হুমকি দেন। কিন্তু তাতে বিসিসিআই-কে দমাতে না পেরে অবস্থান বদল করেছে পিসিবি। এখন প্রস্তাব দেওয়া হয়েছে, এশিয়া কাপের ম্যাচগুলি নিজেদের দেশেই খেলবে পাকিস্তান। ভারতের ম্যাচগুলি হবে অন্য কোনও দেশে। সম্ভাব্য কেন্দ্র হিসেবে দুবাইয়ের নাম উঠে আসছে। যদিও বিসিসিআই চাইছে সংযুক্ত আরব আমিরশাহিতেই হোক এশিয়া কাপ

এ প্রসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ডের এক সদস্য জানিয়েছেন, ‘বার্তা আদান-প্রদান চলছে, কিন্তু এশিয়া কাপ স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, এশিয়া কাপ বাতিল করা হলে সবার আগে পিসিবি-কে সে কথা জানানো হবে। সেরকম কিছু এখনও হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ এখনও এ ব্যাপারে সরকারিভাবে কিছু জানাননি। এশিয়া কাপ স্থগিত বা বাতিল করতে হলে এগজিকিউটিভ বোর্ডের মিটিং ডাকতে হবে। ৭ দিনের নোটিসে বৈঠক ডাকতে পারেন চেয়ারম্যান। কিন্তু এখনও পর্যন্ত তিনি বৈঠক ডাকেননি। ফলে এশিয়া কাপ বাতিল করা হচ্ছে বা স্থগিত রাখা হচ্ছে, সে কথা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না।’

আরও পড়ুন-

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

IPL 2023: ফিল্ডিং করতে গিয়ে চোট, মাঠ ছাড়লেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

IPL 2023: কয়েক বছর আগেও রাস্তায় ফুচকা বিক্রি করতেন, আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ যশস্বীর