Asia Cup 2025: পাকিস্তান ক্রিকেট বোর্ডের মন্তব্যকে কোনও পাত্তাই দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। এবার টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন বিসিসিআই-এর এক প্রতিনিধি।

Asia Cup 2025: ভারত-পাক ম্যাচ শেষ হয়ে গেছে রবিবার। কিন্তু ‘নো হ্যান্ডশেক' বিতর্ক যেন কিছুতেই থামছে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মন্তব্যকে কোনও পাত্তাই দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই (BCCI)। এবার টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন বিসিসিআই-এর এক প্রতিনিধি (no handshake ind vs pak)।

সূর্য-শুভমানদের পাশে বিসিসিআই

সংবাদসংস্থা পিটিআই’কে বিসিসিআই-এর এক কর্তা বলেন, "আপনি যদি নিয়মের দিকে একবার চোখ রাখেন, সেখানে কিন্তু কোথাও প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর বিষয়ে স্পষ্ট কোনওরকম নির্দেশিকা নেই।তাই কোন নিয়মে বলা আছে যে, হাত মেলাতেই হবে? এটা আসলে করা হয় শুধু সৌহার্দ্য বিনিময়ের জন্য। একটা দলের বিরুদ্ধে ম্যাচ ছিল, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়। তাই ভারতীয় ক্রিকেটাররা সেই দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করতে একেবারেই বাধ্য নয়।” 

চূড়ান্ত ব্যাকফুটে পাকিস্তান

এমনকি, পাকিস্তানের দাবি কার্যত, উড়িয়ে দিয়েছে আইসিসি-ও। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সাসপেন্ড করার দাবি তোলে পিসিবি। তারা রীতিমতো হুমকি দিয়ে বলে যে, পাইক্রফটকে যদি সরানো না হয়, তাহলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তান খেলতেই নামবে না। সেই হুমকিকে এবার রীতিমতো ফুঁৎকারে উড়িয়ে দিয়েছে আইসিসি। সূত্রের খবর, কোনওভাবেই আইসিসি এই দাবিকে আমল দিতে নারাজ। তাছাড়া পাইক্রফটকে আইসিসি-র তরফ থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তাঁর উপরই ভরসা রাখছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

এবার সূর্য-শুভমানদের পাশে দাঁড়াল খোদ বিসিসিআই। তারা জানিয়ে দিল, ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর বিষয়ে স্পষ্ট কোনওরকম নির্দেশ দেওয়া নেই। তাই হাত মেলাতেই হবে, এইরকম কোনও বাধ্যবাধকতা নেই। শুধু সৌহার্দ্য বিনিময়ের জন্য ম্যাচের পর ক্রিকেটাররা হ্যান্ডশেক করে। কিন্তু যাদের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে ক্রিকেটাররা একেবারেই বাধ্য নন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।