- Home
- Sports
- Cricket
- Asia Cup 2025: সূর্যকুমারকে ৩০% জরিমানা আইসিসির, হ্যারিস রাউফের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা
Asia Cup 2025: সূর্যকুমারকে ৩০% জরিমানা আইসিসির, হ্যারিস রাউফের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা
Asia Cup 2025: চলতি এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ৩০% জরিমানা করেছে আইসিসি। একইভাবে, বিতর্কিত আচরণের জন্য পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রাউফকেও জরিমানা করা হয়েছে।

৩০% জরিমানা করা হয়েছে
চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর, পহেলগাঁও হামলা প্রসঙ্গে মন্তব্য করায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফি-র ৩০% জরিমানা করা হয়েছে আইসিসির তরফে। যদিও গ্রুপ পর্বের লড়াইতে, পাকিস্তানের বিরুদ্ধে জয়কে তিনি শহীদদের প্রতি উৎসর্গ করেন।
সূর্যকুমার এবং হ্যারিস রউফকে জরিমানা
পিসিবির অভিযোগের ভিত্তিতে, টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে ম্যাচে 'আপত্তিকর শব্দ' ব্যবহার করার জেরে হ্যারিস রাউফকে ৩০% জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে, সাহিবজাদা ফারহানকেও সতর্ক করা হয়েছে।
তর্কে জড়িয়ে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার
হাফ সেঞ্চুরির পর, ফারহান ব্যাটটিকে বন্দুকের মতো ধরে উদযাপন করেন। পরে আবার রাউফ, ভারতের অভিষেক শর্মা ও শুভমান গিলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ক্রিকেট মাঠে অনুপযুক্ত শব্দ ব্যবহারের জন্য রাউফকে ৩০% জরিমানা করা হয়েছে।
হ্যারিস রউফের বিতর্কিত কাজ
হ্যারিস রউফ আঙুল দিয়ে '৬-০' দেখিয়ে বিতর্ক সৃষ্টি করেন। এটি ভারতের যুদ্ধবিমান ভূপতিত করা তথা পাকিস্তানের ভিত্তিহীন দাবির প্রতীকী ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

