- Home
- Sports
- Cricket
- Asia Cup 2025: ভারত-পাক লড়াইতে ফের সেই বিতর্কিত ম্যাচ রেফারি? আইসিসি-র সিদ্ধান্তে চাপে পাকিস্তান
Asia Cup 2025: ভারত-পাক লড়াইতে ফের সেই বিতর্কিত ম্যাচ রেফারি? আইসিসি-র সিদ্ধান্তে চাপে পাকিস্তান
Asia Cup 2025: চলতি এশিয়া কাপে সুপার ফোরের লড়াইতে রবিবার, ভারত-পাকিস্তান ২২ গজের যুদ্ধে বিতর্কিত সেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেই নিয়োগ করল আইসিসি। আর এই সিদ্ধান্তের পর রীতিমতো অবাক পাকিস্তান দল।

পাইক্রফটকে রেফারি হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে
চলতি এশিয়া কাপ ক্রিকেট, ইতিমধ্যেই সুপার ফোরের লড়াই শুরু হয়ে গেছে। রবিবার, ভারত বনাম পাকিস্তান ফের একবার মুখোমুখি হচ্ছে। গ্রুপ পর্বের লড়াইতে, পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। এই নিয়ে চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার দুই দল মুখোমুখি হচ্ছে। কিন্তু এই ম্যাচে ফের একবার সেই বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে রেফারি হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
আইসিসি এইসব আজব দাবিতে একেবারেই কর্ণপাত করেনি
প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচে ‘নো হ্যান্ডশেক' বিতর্কের পর, পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে পিসিবি জানায়, “টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আগাকে তাদের প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দেন।" আইসিসি যে এইসব আজব দাবিতে একেবারেই কর্ণপাত করেনি, সেটা আবারও পরিষ্কার।
পরে তিনি দেখা করেন পাক দলের সঙ্গে
আইসিসি জানিয়ে দেয়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তানের কাছে ক্ষমা চাননি। টসের সময় ভুল বোঝাবুঝি মেটাতেই তিনি পাকিস্তান দলের সঙ্গে দেখা করেন। তাঁর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
তারা কি ফের একবার অপমানিত?
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচেও আইসিসি অ্যান্ডি পাইক্রফটকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ করেছে। আর তারপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড কার্যত, হতবাক। পাকিস্তান কি আবারও ম্যাচ বয়কট করবে তাহলে? তারা কি ফের একবার অপমানিত?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
