India-Pakistan Cricket: যুদ্ধের মতোই ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচও সবসময়ই উত্তেজক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ক্রিকেট ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে।

India vs Pakistan Cricket Match: 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) এর পর প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাচে খেলবেন বরাবর ভারত-বিদ্বেষী হিসেবে পরিচিত শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার (India-Pakistan Tension) আবহে সোশ্যাল মিডিয়ায় শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সঙ্গে আফ্রিদির বাগযুদ্ধ দেখা গিয়েছিল। অতীতেও বেশ কয়েকবার ভারত-বিরোধী মন্তব্য করেছেন আফ্রিদি। পাল্টা জবাব দিয়েছেন ধাওয়ান। ফলে তিনিও আফ্রিদির মতোই এই ম্যাচে খেললে উত্তেজনা বেড়ে যাবে। তবে আফ্রিদির খেলা নিশ্চিত হলেও, ধাওয়ানকে ভারতীয় দলে রাখা হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। এই ম্যাচ হতে চলেছে ২০ জুলাই। এজবাস্টনে (Edgbaston) হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের (World Championship of Legends) এই ম্যাচে ভারত ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা খেলবেন। তবে ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ায় উত্তেজনা রয়েছে।

ভারতের হয়ে কারা খেলবেন?

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের হয়ে খেলবেন যুবরাজ সিং (Yuvraj Singh), হরভজন সিং (Harbhajan Singh), সুরেশ রায়না (Suresh Raina), ইরফান পাঠানের (Irfan Pathan) মতো তারকারা। পাকিস্তান দলে আফ্রিদি ছাড়া আর কারা থাকবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আফ্রিদিকে তোপ দানিশ কানেরিয়ার

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam terror attack) পর ভারত-বিরোধী মন্তব্য করায় আফ্রিদিকে তোপ দাগেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়। এই ঘটনার পর ভারতের দিকেই আঙুল তোলেন আফ্রিদি। পাল্টা ধাওয়ানের পাশাপাশি তাঁকে আক্রমণ করেন কানেরিয়া। তিনি দাবি করেন, পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলার সময় তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন আফ্রিদি। তিনি অবিচারের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন কানেরিয়া। তাঁর মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। ফলে ভারত-পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের ম্যাচে নিশ্চিতভাবেই কানেরিয়াকে রাখা হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।