Asia Cup 2025: এবারের এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ (Bangladesh)। সুপার ফোর পর্যায়ে পৌঁছে যাওয়ার পর প্রথম ম্যাচে জয়ও পেয়েছেন লিটন দাসরা (Litton Das)। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়কের চোট নিয়ে সমস্যায় বাংলাদেশ।

DID YOU
KNOW
?
ভারত-বাংলাদেশ লড়াই
২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে জয় পায় ভারত।

India vs Bangladesh: চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্যায়ের ম্যাচে ভারতের বিরুদ্ধে কি খেলতে পারবেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস? (Litton Das) হঠাৎই এই সংশয় তৈরি হয়েছে। কারণ, সোমবার আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে (ICC Academy Ground) অনুশীলনের সময় কোমরে চোট পান বাংলাদেশের অধিনায়ক। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় স্কোয়্যার কাট করতে গিয়ে কোমরের বাঁ দিকে অস্বস্তি বোধ করেন লিটন। তিনি নেট থেকে সরে যান। তাঁর চোট পরীক্ষা করে দেখেন বাংলাদেশ দলের ফিজিও বায়জিদ-উল-ইসলাম। লিটন খুব বেশি অস্বস্তিতে আছেন বলে মনে হয়নি। তিনি বিশ্রাম নিয়ে ঠিক হয়ে গেলে ভারতের বিরুদ্ধে খেলতে পারেন। তবে চোট গুরুতর হলে সমস্যায় পড়বে বাংলাদেশ দল। লিটনের চোটের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) এক কর্তা জানিয়েছেন, ‘আজ আমরা লিটনের চোট পরীক্ষা করে দেখব। বাইরে থেকে দেখে মনে হচ্ছে লিটন একদম ঠিক আছে। তবে ও খেলতে পারবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের চিকিৎসকদের সিদ্ধান্ত জানতে হবে।’

লিটন খেলতে না পারলে অধিনায়ক কে?

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। ফলে ভারতের বিরুদ্ধে লিটন খেলতে না পারলে কে অধিনায়কত্ব করবেন, সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে ভারতের বিরুদ্ধে লিটন খেলতে না পারলে ছন্দ নষ্ট হতে পারে। এবারের এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন লিটন। চার ম্যাচ খেলে ২৯.৭৫ গড়ে ১১৯ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। তাঁর স্ট্রাইক রেট ১২৯.৩৪। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপার হিসেবেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন লিটন। ফলে তিনি খেলতে না পারলে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ।

ভারতকে হুঁশিয়ারি মাহেদি হাসানের

বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) ভারত-বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচের আগে ভারতীয় দলকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ দলের স্পিনার শেখ মাহেদি হাসান (Sheikh Mahedi Hasan)। তিনি বলেছেন, ‘এক ম্যাচ জেতার পর নয়, প্রথম থেকেই আমরা স্বাভাবিক আছি। আমরা কোনও কিছু নিয়েই বেশি ভাবছি না। আমাদের শরীরি ভাষা তেমনই আছে। আমরা শুধু মাঠে নেমে ক্রিকেট ম্যাচ খেলার কথা ভাবছি। আমাদের প্রতিপক্ষ ভারত (India) না অস্ট্রেলিয়া (Australia), সে নিয়ে ভাবছি না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।