Asia Cup 2025: গ্রুপ পর্বের পর আবারও জয় টিম ইন্ডিয়ার। এই ম্যাচে ৬ উইকেটে জয় পায় তারা। আর সেই জয়ের পরেই মুখ খুলেছেন ভারত অধিনায়ক। 

Asia Cup 2025: পাকিস্তানকে হারিয়ে এবার তীব্র কটাক্ষ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের।এশিয়া কাপে সুপার ফোরের লড়াইতে (asia cup live score) রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফের একবার পাকিস্তানকে হারিয়েছে ভারত (india vs pakistan live)।

ব্যাক টু ব্যাক পাকিস্তান বধ

গ্রুপ পর্বের পর আবারও জয় টিম ইন্ডিয়ার। এই ম্যাচে ৬ উইকেটে জয় পায় তারা। আর সেই জয়ের পরেই মুখ খুলেছেন ভারত অধিনায়ক। সোজা বলে দিলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই নয়। ব্যাক টু ব্যাক দুটি রবিবারই পাকিস্তানকে হারাল ভারত।

Scroll to load tweet…

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সূর্যকুমার যাদব বলেন, "আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয, এবার আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে প্রশ্ন বন্ধ করে দেওয়া উচিৎ। আমার মতে, ১৫-২০টা ম্যাচ খেলে যদি স্কোরলাইন ৭-৭ অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভালো ক্রিকেট বলা যায়। আমি যদিও সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০ বা ১০-১ হয়, তাহলে আর সেটা কোনও লড়াই থাকে না। তবে তো এটা কোনও প্রতিদ্বন্দ্বিতাই নয়।’’

অকপট সূর্য

Scroll to load tweet…

আক্ষরিক অর্থেই পাক ক্রিকেটের ভগ্ন দশা। কারণ, গত ১৫ বছরে, ভারত বনাম পাকিস্তানের মধ্যে ৩১টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ২৩টিতেই জিতেছে ভারত। ফলে, বোঝাই যাচ্ছে যে, রীতিমতো আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে এনেছে টিম ইন্ডিয়া। 

আর তারপরেই রীতিমতো আক্রমণাত্মক মেজাজে সূর্যকুমার যাদব। এমনিতেই ম্যাচের আগে এবং পরে সাংবাদিক সম্মেলনে এসে, পাকিস্তান নামটাই উচ্চারণ করেননি ভারত অধিনায়ক। তাছাড়া মাঠের ভিতরেও যেভাবে দাপটের সঙ্গে জয় পেয়েছে ভারত, তারপর ক্যাপ্টেনের তরফ থেকে এইরকম খোঁচা যেন কার্যত, গোদের উপর বিষফোঁড়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।