Asia Cup 2025: এই জয়ের পিছনে সবথেকে বড় অবদান দেশের এই তরুণ তুর্কির। ভারতীয় দলের অন্যতম তারকা অভিষেক শর্মা যেন এদিনের ম্যাচে আবারও বুঝিয়ে দিলেন যে, প্রতিপক্ষ আসলে কোনও ফ্যাক্টরই নয়। সামনে যে দলই আসুক, তিনি উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
Asia Cup 2025: চার-ছক্কার ফুলঝুরি। কোনও বোলারকে তিনি রেয়াত করেন না। ঠিক চোয়াল শক্ত করে একের পর এক কভার ড্রাইভ কিংবা তুলে মার। বল গিয়ে পড়ছে সোজা গ্যালারিতে। আবরার আহমেদকে তো ওয়েলকাম করলেন বিশাল ছয় মেরে। তিনি হলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। নিঃসন্দেহে এই দলকে তো নতুন ভারত ভলাই চলে।
এশিয়া কাপে সুপার ফোরের লড়াইতে (asia cup live score) রবিবার, অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান (india vs pakistan live)।
বিধ্বংসী অভিষেক
সেউ ম্যাচে ৬ উইকেটে জয় হাসিল কর টিম ইন্ডিয়া। আর এই জয়ের পিছনে সবথেকে বড় অবদান দেশের এই তরুণ তুর্কির। ভারতীয় দলের অন্যতম তারকা অভিষেক শর্মা যেন এদিনের ম্যাচে আবারও বুঝিয়ে দিলেন যে, প্রতিপক্ষ আসলে কোনও ফ্যাক্টরই নয়। সামনে যে দলই আসুক, তিনি উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
![]()
৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন তিনি। তার মধ্যে ছিল ৬টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট দেখে নিশ্চয়ই ঢোক গিলবেন বিপক্ষ দলের যে কোনও বোলার। এই ম্যাচে অভিষেকের স্ট্রাইক রেট ছিল ১৮৯.৭৪।
ভারতীয় দলের নতুন তারকা
ঠিক যেইরকম পাওয়ার প্লে-তে, সেইরকমই পরের ওভারগুলিতেঁও আক্রমণাত্মক ব্যাটিং করলেন তিনি। কখনও ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে, আবার কখনও ব্যাট ঘুরিয়ে রানের বন্যা অভিষেকের ব্যাট থেকে।
স্পিনার থেকে পেসার, সাইম আইয়ুব থেকে শাহীন আফ্রিদি, সবার দফারফা করে ছেড়েছেন ২৫ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার। একেকটি কাট শটে তো কালঘাম ছুটে যাচ্ছিল পাক ফিল্ডারদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।