Asia Cup 2025: ফাইনালের ঠিক আগে এই ম্যাচে, ওপেনার শুভমান গিলকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, সঞ্জু ওপেনিংয়েও ফিরতে পারেন বলে সূত্রের খবর।

Asia Cup 2025: চলতি এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে ভারত। রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এখনও পর্যন্ত, এশিয়া কাপে অপরাজিত থেকে ভারতীয় দল ফাইনালে পৌঁছে গেছে। 

সঞ্জুকে ডাগ-আউটে বসে থাকতে হয়

তবে সুপার ফোরের লড়াইতে, অন্তত একটি জয় পেয়ে সম্মান বাঁচানোর চেষ্টা করবে শ্রীলঙ্কা। তবে ভারতের কাছে যেহেতু নিয়মরক্ষার ম্যাচ, তাই আজ ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে। আপাতত সেইদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমী জনতা। বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট পড়ে যাওয়ার পরেও, সঞ্জুকে ডাগ-আউটে বসে থাকতে হয় এবং তাঁর পরিবর্তে ব্যাট করতে নামা ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হন সেই ম্যাচে।

শোনা যাচ্ছে, এই ম্যাচে সঞ্জুকে আবার ওয়ান ডাউণে নামানো হতে পারে। ওমানের বিরুদ্ধে ম্যাচে, তিন নম্বরে নেমে সঞ্জু হাফ সেঞ্চুরি করে রীতিমতো নজর কেড়ে নেন। ফাইনালের ঠিক আগে এই ম্যাচে, ওপেনার শুভমান গিলকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, সঞ্জু ওপেনিংয়েও ফিরতে পারেন বলে সূত্রের খবর।

যশপ্রীত বুমরার বদলে আর্শদীপ সিং?

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জুর ব্যাটিং রেকর্ড খুব একটা ভালো নয়। আবার এটাও হতে পারে যে, সঞ্জুকে বিশ্রাম দিয়ে আজ জীতেশ শর্মাকে প্রথম একাদশে নেওয়া হল। সেটাও কিন্তু দেখার বিষয়। এখনও পর্যন্ত, প্রথম একাদশে সুযোগ না পাওয়া রিঙ্কু সিংও এদিন খেলার সুযোগ পেতে পারেন। অন্যদিকে, যশপ্রীত বুমরার বদলে আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীর বদলে হর্ষিত রানার দলে অন্তর্ভুক্তির সম্ভাবনাও প্রবল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।