India vs Oman: প্রত্যাশামতোই শুক্রবার রাতে এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ এ-র শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে জয় পায় ভারতীয় দল। তবে এই টুর্নামেন্টে প্রথমবার কঠিন লড়াইয়ের মুখে পড়তে হল ভারতীয় দলকে।
KNOW
Asia Cup 2025: এবারের এশিয়া কাপে কোনও ম্যাচেই জয় পায়নি ওমান (Oman)। সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) কাছেও হেরে গিয়েছে ওমান। কিন্তু শুক্রবার গ্রুপ এ-র শেষ ম্যাচে ভারতীয় দলকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিল এশিয়ার ক্রিকেটে এই নবাগত দল। একসময় মনে হচ্ছিল, ভারতীয় দল এই ম্যাচে হেরেও যেতে পারে। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) অভাব বোঝা গেল। ভারতের বোলিং বিভাগ এদিন একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না। ওমানের হয়ে অসাধারণ ব্যাটিং করলেন আমির কলিম (Aamir Kaleem) ও হাম্মাদ মির্জা (Hammad Mirza)। অধিনায়ক যতীন্দর সিংও (Jatinder Singh) ভালো ব্যাটিং করলেন। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৮৮ রান করে ভারতীয় দল। জবাবে ৪ উইকেটে ১৬৭ রান করে ওমান। ফলে ২১ রানে জয় পেল ভারত।
ম্যাচের সেরা সঞ্জু স্যামসন
এদিন তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়েই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ৪৫ বলে ৫৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ১৫ বলে ৩৮ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ১৩ বলে ২৬ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ১৮ বলে ২৯ রান করেন।
কলিমের অলরাউন্ড পারফরম্যান্স
ওমানের হয়ে সেরা পারফরম্যান্স দেখালেন ওপেনার কলিম। তিনি প্রথমে ৩ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। এরপর ব্যাটিং করতে নেমে ৪৬ বলে ৬৪ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। যতীন্দর ওপেন করতে নেমে ৩৩ বলে ৩২ রান করেন। মির্জা ৩৩ বলে ৫১ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। ভারতীয় দলের হয়ে এক উইকেট করে নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), আর্শদীপ সিং (Arshdeep Singh), হর্ষিত রানা (Harshit Rana) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


