Australia vs England: ক্রিজে ট্র্যাভিস হেড ১৪২ রানে এবং অ্যালেক্স ক্যারে ৫২ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৩৫৬ রানে।

Australia vs England: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচেও রীতিমতো চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে, অজিরা ৩৫৬ রানে এগিয়ে রয়েছে। 

চালকের আসনে অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে গত বুধবার থেকে শুরু হয়েছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। যে ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (australia vs england)। যদিও ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়েন তারা (aus vs eng)।

ওপেনার ট্র্যাভিস হেড ফিরে যান মাত্র ১০ রানে এবং জ্যাক ওয়েদারল্ডের ঝুলিতেও মাত্র ১৮ রান। স্বাভাবিকভাবেই, বিপাকে পড়ে যায় অজি ব্রিগেড। এরপর নেমে মার্নাস ল্যাবুশাংও করেন মাত্র ১৯ রান এবং ক্যামেরন গ্রিন কার্যত, খালি হাতে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। বরং, উসমান খাওয়াজা বেশ ভালো লড়াই করেন। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৮২ রান।

২২ গজে ১০৬ রানের অসাধারণ ইনিংস

কিন্তু দলের কঠিন সময়ে হাল ধরলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারে। রীতিমতো ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ২২ গজে ১০৬ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন তিনি। সেইসঙ্গে, জশ ইংলিস করেন ৩২ রান। অপরদিকে, অধিনায়ক প্যাট কামিন্সের ঝুলিতে ১৩ রান।

অপরদিকে, মিচেল স্টার্ক শেষদিকে নেমে গুরুত্বপূর্ণ ৫৪ রান যোগ করেন। নাথান লিয়নের সংগ্রহে ৯ রান এবং স্কট বোল্যান্ড করেন ১৪ রান। শেষপর্যন্ত, অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৭১ রানে। 

ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন জোফ্রা আর্চার। অন্যদিকে, ২টি করে উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স এবং উইল জ্যাকস। ১টি উইকেট জশ টং-এর দখলে। জবাবে ব্যাট করতে নেমে, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৮৬ রানে। 

ওপেনার জ্যাক ক্রলে করেন মাত্র ৯ রান, বেন ডাকেটের ঝুলিতে ২৯ রান এবং অলি পোপের সংগ্রহে মাত্র ৩ রান। জো রুটও সেইভাবে ভরসা দিতে পারলেন না ইংল্যান্ডকে। তিনি করেন মাত্র ১৯ রান। তবে হ্যারি ব্রুক এবং অধিনায়ক বেন স্টোকস লড়াকু ইনিংস উপহার দেন। ব্রুকের ঝুলিতে ৪৫ রান এবং স্টোকস করেন গুরুত্বপূর্ণ ৮৩ রান। এছাড়া জেমিয়ে স্মিথ ২২ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৩৫৬ রানে

সেইসঙ্গে, উইল জ্যাকস ৬ রান করে আউট হন। বরং, জোফ্রা আর্চারের কথা বলতেই হয়। বল হাতে ইংল্যান্ডকে নির্ভরতা দেওয়ার পর, ব্যাট হাতেও শেষদিকে নেমে বেশ ভালো খেলেন তিনি। এই তারকার ব্যাট থেকে আসে ৫১ রান। ব্রাইডন কার্স কোনও রান করতে পারেননি। অন্যদিকে, জশ টং করেন ৭ রান। 

ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২৮৬ রান। অজিদের হয়ে ৩টি করে উইকেট পান অধিনায়ক অধিনায়ক প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। এছাড়া ২টি উইকেট পেয়েছেন নাথান লিয়ন এবং ১টি করে উইকেট মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিনের দখলে। 

ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গেছে অস্ট্রেলিয়া। দলের ওপেনার ট্র্যাভিস হেড দুরন্ত সেঞ্চুরি উপহার দিয়েছেন এবং এখনও তিনি ১৪২ রানে অপরাজিত রয়েছেন। তবে জ্যাক ওয়েদারল্ড দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। সংগ্রহে মাত্র ১ রান। মার্নাস ল্যাবুশাং-এর ঝুলিতে ১৩ রান, উসমান খাওয়াজার সংগ্রহে ৪০ রান এবং ক্যামেরন গ্রিন করেন ৭ রান। আপাতত তৃতীয় দিনের শেষে, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেট হারিয়ে ২৭১ রান। 

ক্রিজে ট্র্যাভিস হেড ১৪২ রানে এবং অ্যালেক্স ক্যারে ৫২ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৩৫৬ রানে। অন্যদিকে, সিডনিতে সন্ত্রাসবাদী হামলায় নিহত মানুষদের স্মরণ করে এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। ম্যাচ শুরুর আগে শ্রদ্ধা জানানো হয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।