সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার মাটিতে ফের টেস্ট সিরিজে হেরে গেল পাকিস্তান। তবে মাঠে পারফরম্যান্স যতই লজ্জাজনক হোক না কেন, মাঠের বাইরে নিজেদের পিছিয়ে রাখতে নারাজ পাকিস্তান।

মেলবোর্ন টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খোয়ানোর পরেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ পাকিস্তানের টিম ডিরেক্টর মহম্মদ হাফিজ। তাঁর দাবি, মেলবোর্নে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছে পাকিস্তান। হাফিজকে পাল্টা কটাক্ষ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর বক্তব্য, ভালো খেলার চেয়ে ম্যাচ জেতাই আসল। টেস্ট ম্যাচে উত্থান-পতন থাকেই। প্রতিটি সেশনে ম্যাচের রং বদলে যেতে পারে। মেলবোর্নে একটি বা দু'টি সেশনে হয়তো ভালো পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু তাঁদের খেলা দেখে কোনও সময়েই মনে হয়নি পাকিস্তান এই ম্যাচ জিততে পারে। ফলে হাফিজের দাবি অসাড়। পাকিস্তানের বরং হোয়াইটওয়াশ এড়ানোর দিকে মন দেওয়া উচিত।

হারের পরেও দল নিয়ে গর্বিত হাফিজ

মেলবোর্নে চতুর্থ দিনেই ৭৯ রানে অস্ট্রেলিয়ার কাছে হারের পর হাফিজ বলেন, 'আমাদের দল অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছে। আমি এর জন্য গর্বিত। আমাদের দল সবরকমভাবে বিপক্ষ দলকে আক্রমণ করেছে। আমি যদি এই ম্যাচের হিসেব করি, তাহলে পাকিস্তান দলকেই এগিয়ে রাখতে হবে। আমাদের দলের ব্যাটাররা ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। বোলিং করার সময় আমরা ঠিক জায়গায় বল রেখে গিয়েছি। হ্যাঁ, আমরা কিছু ভুল করেছি। তার ফলেই ম্যাচ হারতে হল। কিন্তু আমাদের দলের জন্য এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক আছে। আমরা এই ম্যাচ জেতার জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা শেষপর্যন্ত জয় পেলাম না।'

হাফিজকে কটাক্ষ কামিন্সের

পাকিস্তানের টিম ডিরেক্টরের মন্তব্যের পাল্টা কামিন্স বলেছেন, ‘ঠিক আছে, ওরা ভালো খেলেছে। আমি খুশি যে আমরা জয় পেয়েছি। ভালো খেলে জয় না পেয়ে কি কোনও লাভ হয়? এর কি কোনও গুরুত্ব আছে? দলের জয় পাওয়াই আসল ব্যাপার।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Australia Vs Pakistan: অসাধারণ পারফরম্যান্সে বছর শেষ প্যাট কামিন্সের, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Australia Vs Pakistan: মেলবোর্নের গ্যালারিতে অন্তরঙ্গ মুহূর্তে তরুণ-তরুণী, জায়ান্ট স্ক্রিনে দেখাতেই বিড়ম্বনা

Australia Vs Pakistan: মেলবোর্নে হাসান আলির সঙ্গে নাচছেন দর্শকরা, ভাইরাল ভিডিও