সংক্ষিপ্ত
এবারের অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত কোনও ইনিংসেই সাফল্য পাননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। মেলবোর্ন টেস্ট ম্যাচেও দুই ইনিংসেই ব্যর্থ হলেন এই অভিজ্ঞ ব্যাটার।
ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মার অবসরের কথা ভাবা উচিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের পরেই অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন রোহিত। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তবে তিনি বরাবরের মতোই এক্ষেত্রেও বিরাট কোহলির পাশে থাকছেন। বিরাটের এখনই অবসরের কথা ভাবা উচিত নয় বলে মন্তব্য করেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘আমার মনে হয় বিরাট কোহলি আরও অনেকদিন খেলবে। ও আজ কীভাবে আউট হয়েছে সে কথা ভুলে যান। ও আরও ৩-৪ বছর খেলবে বলে আমার মনে হয়। তবে রোহিতকে এবার সিদ্ধান্ত নিতে হবে। ও টপ অর্ডারে ব্যাটিং করছে। ওর ফুটওয়ার্ক আগের মতো নেই। ও মাঝেমধ্যে ঠিক সময়ে বলের কাছে পৌঁছতে পারছে না। এই কারণে চলতি সিরিজ শেষ হওয়ার পর ওকে সিদ্ধান্ত নিতে হবে।’
মেলবোর্নে ২ ইনিংসেই ব্যর্থ রোহিত
মেলবোর্ন টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫ বল খেলে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪০ বল খেলে ৯ রান করেছেন রোহিত। দলের প্রয়োজনের সময় ভালো ব্যাটিং করতে পারেননি অধিনায়ক। এবারের অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত ৩টি টেস্ট ম্যাচে খেলেছেন রোহিত। কোনও ইনিংসেই তিনি উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি। মেলবোর্নে প্রথম ইনিংসে ৮৬ বল খেলে ৩৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৯ বল খেলে ৫ রান করেছেন বিরাট। এই পারফরম্যান্সের পর রোহিত ও বিরাটকে নিয়ে প্রশ্ন উঠছে।
বিরাট-রোহিতকে ছেঁটে ফেলবে বিসিসিআই?
পারথে সিরিজের প্রথম ম্যাচে শতরান করেছিলেন বিরাট। তারপর তিনি আর বড় ইনিংস খেলতে পারেননি। তবে বিরাটের চেয়েও খারাপ ব্যাটিং করছেন রোহিত। ফলে এই সিরিজ শেষ হওয়ার পর দলের সেরা দুই ব্যাটারের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অ্যাডিলেডে ব্যর্থতা, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ধাক্কা খেলেন বিরাট-রোহিত
রোহিত শর্মার নবজাতক সন্তানের নাম কী? প্রকাশ করলেন স্ত্রী রিতিকা সাজদে
'ফর্মে ফিরতে সময় দরকার,' বিরাট কোহলি-রোহিত শর্মার পাশে অভিষেক নায়ার