নিজেদের দেশে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোনও ম্যাচ না জিতে গ্রুপ থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এই ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেট মহলে সমালোচনার ঝড়।
নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের টি-২০ দলে জায়গা পেলেন না বাবর আজম, মহম্মদ রিজওয়ান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার জেরেই এই দুই তারকাকে বাদ দেওয়া হল। নিজেদের দেশে আয়োজিত এই টুর্নামেন্টে কোনও ম্যাচেই নির্ণায়ক ভূমিকা পালন করতে পারেননি বাবর। অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি রিজওয়ান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে ছিটকে যায় পাকিস্তান। বৃষ্টি ও খারাপ আউটফিল্ডের জন্য বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হয়নি। ফলে কোনও ম্যাচ না জিতেই নিজেদের দেশে তিন দশক পর আয়োজিত আইসিসি ইভেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। এই ব্যর্থতার পর প্রথম কোপ পড়ল বাবর ও রিজওয়ানের উপর।
নতুন অধিনায়ক সলমন আলি আগা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, টি-২০ ফর্ম্যাটে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন সলমন আলি আগা। সলহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শাদাব খান। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের পর থেকে এই ফর্ম্যাটে কোনও ম্যাচ খেলেননি শাদাব। কিন্তু পাকিস্তান ক্রিকেটে এখন এমনই দৈন্যদশা যে অন্য কাউকে নেতৃত্বের ভূমিকায় আনা যাচ্ছে না। এ বছরের সেপ্টেম্বরে টি-২০ ফর্ম্যাটে এশিয়া কাপ এবং আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে দল গড়ে তুলতে চাইছে পিসিবি। এই কারণেই নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে দলে একাধিক নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। আবদুল সামাদ, হাসান নওয়াজ, মহম্মদ আলি সুযোগ পেয়েছেন। এই তিন খেলোয়াড় এখনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি।
ওডিআই সিরিজের দলে আছেন রিজওয়ান
নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়লেও, ওডিআই সিরিজের দলে আছেন রিজওয়ান। তিনিই দলের অধিনায়ক। ডান গোড়ালির চোটের জন্য নিউজিল্যান্ড সফরে টি-২০, ওডিআই সিরিজে নেই সায়েম আয়ুব। নিউজিল্যান্ড সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যের কথা জানালেও, এই সফরে পাকিস্তানের ক্রিকেটারদের পক্ষে অত্যন্ত কঠিন হতে চলেছে। এই সফরেও ব্যর্থ হলে পাকিস্তানের ক্রিকেট মহলে সমালোচনার মাত্রা বাড়বে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


