Pakistan vs Bangladesh: ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) প্রভাব পড়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর অনিশ্চিত হয়ে পড়েছে। লিটন দাসরা (Litton Das) কবে পাকিস্তান সফরে যাবেন, তা অনিশ্চিত।
Bangladesh tour to Pakistan: ভারত-পাকিস্তান উত্তেজনার (India-Pakistan Tension) আবহে অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের পাকিস্তান সফর (Bangladesh cricket tour of Pakistan)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) এই সফরের সূচিতে বদল আনতে পারে বলে শোনা যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা। দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্তারা একসঙ্গে এই সিরিজ নিয়ে আলোচনা করছেন। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘আমরা যখন কথা বলছি, তখন দুই বোর্ড এই সফরের তারিখ বদলের বিষয়ে আলোচনা করছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যা হয়েছে, তা এই সিরিজে প্রভাব পড়েছে। এই কারণেই দুই বোর্ড এখন নতুন তারিখ চূড়ান্ত করতে চাইছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হবে।’
কবে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ?
কয়েকদিন পরেই বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। ২৫ মে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হওয়ার কথা ছিল। এই সিরিজ ৩ জুন পর্যন্ত চলার কথা ছিল। এবার এই সিরিজের সূচি বদলাতে চলেছে। বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলে ভারত-পাকিস্তান উত্তেজনা ও সংঘর্ষের আবহে প্রথমবার কোনও বিদেশি দল পাকিস্তান সফরে যাবে। তবে এই সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ, পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League 2025) এখনও শেষ হয়নি। ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে আইপিএল-এর (IPL 2025) মতোই পিএসএল-ও স্থগিত হয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগেই পিএসএল ফাইনাল (PSL final) হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই লিগের পরিবর্তিত সূচি অনুযায়ী, ফাইনাল হতে চলেছে ২৫ মে। সেই দিনই পাকিস্তান-বাংলাদেশ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। ফলে এই সিরিজের সূচিতে বদল আসছে।
সংযুক্ত আরব আমিরশাহি সফরে বাংলাদেশ দল
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে জটিলতা তৈরি হলেও, লিটন দাসরা (Litton Das) এখন সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates) সফরে গিয়েছেন। শনিবার ও সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। ২১ মে বাংলাদেশের ক্রিকেটারদের লাহোরে যাওয়ার কথা ছিল। কিন্তু এই সফর পিছিয়ে যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


