Shreyas Iyer: চোট সারিয়ে মাঠে ফিরেই বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়াস আইয়ার। ঘরোয়া ক্রিকেটে খেলার পর বিসিসিআই-এর (BCCI) কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলেন এই তারকা ব্যাটার।
KNOW
India vs New Zealand ODI Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে আর কোনও বাধা রইল না। বুধবার বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্স (BCCI Centre of Excellence) থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। এই তারকা ব্যাটারকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট ঘোষণা করা হয়েছে। ফলে ভারতীয় দলে ফিরতে কোনও সমস্যা নেই। আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে রাখা হয়েছে শ্রেয়াসকে। তবে শর্ত ছিল, এই সিরিজের আগে তাঁকে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে হবে। তাঁর ফিটনেসের উপর নজর রেখেছিলেন নির্বাচকরা। বিসিসিআই মেডিক্যাল টিমের সদস্যরাও শ্রেয়াসের ফিটনেসের দিকে নজর রেখেছিলেন। ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ব্যাটার। এরপরেই তিনি বিসিসিআই-এর কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলেন।
ঘরোয়া ক্রিকেটে ভালো ব্যাটিং শ্রেয়াসের
মুম্বইয়ের (Mumbai) অধিনায়ক হিসেবে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলতে নেমে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন শ্রেয়াস। তিনি চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৩ বলে ৮২ রান করেন। তাঁর ব্যাটিংয়ে কোনওরকম জড়তা দেখা যায়নি। বড় শট খেলেছেন তিনি। এই তারকা ব্যাটার প্রমাণ করে দিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি। এই ইনিংস দেখার পরেই নির্বাচকরা তাঁকে ফিট ঘোষণা করেছেন। ৩১ বছর বয়সি এই ব্যাটারের প্রত্যাবর্তনে ভারতীয় দলের মিডল অর্ডারের শক্তি বেড়ে গেল।
ভারতীয় দলে যোগ দিচ্ছেন শ্রেয়াস
বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে পাঞ্জাবের (Punjab) বিরুদ্ধে খেলার কথা শ্রেয়াসের। তবে তার আগেই তিনি বিসিসিআই-এর কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলেন। ফলে তিনি বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন কি না স্পষ্ট নয়। কারণ, তিনি এবার ভারতীয় দলে যোগ দেবেন। বিসিসিআই-এর কাছ থেকে অনুমতি পেলে পাঞ্জাবের বিরুদ্ধে খেলে তারপর ভারতীয় দলে যোগ দিতে পারেন শ্রেয়াস। না হলে তিনি এই ম্যাচে খেলবেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


