Vijay Hazare Trophy Elite 2025-26: এবারের বিজয় হাজারে ট্রফিতে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা খেলছেন। কেউ ছন্দে থাকতে চাইছেন, আবার কেউ চোট সারিয়ে মাঠে ফিরে ম্যাচ ফিট হতে চাইছেন। ফলে ঘরোয়া ক্রিকেটের আকর্ষণ বেড়ে গিয়েছে। 

DID YOU
KNOW
?
জাতীয় দলে অনিয়মিত
শ্রেয়াস আইয়ার স্টাইলিশ ব্যাটার। তিনি ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। কিন্তু তারপরেও চোট-সহ নানা কারণে জাতীয় দলে অনিয়মিত।

Shreyas Iyer: মারাত্মক চোট সারিয়ে সুস্থ হয়ে উঠে মাঠে ফিরেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন শ্রেয়াস আইয়ার। মঙ্গলবার জয়পুরের (Jaipur) জয়পুরিয়া বিদ্যালয় গ্রাউন্ডে (Jaipuria Vidhyalaya Ground) বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy Elite 2025-26) হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিরুদ্ধে খেলতে নেমে অধিনায়কোচিত ইনিংস খেললেন মুম্বইয়ের (Mumbai) তারকা শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৩ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস খেললেন মুম্বইয়ের অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। প্রথমে মুশির খান (Musheer Khan), তারপর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন শ্রেয়াস। তাঁর সঙ্গে মুশিরের জুটিতে ৫৪ বলে ৮২ রান যোগ হয়। এরপর শ্রেয়াস-সূর্যকুমার জুটিতে ৩৯ বলে ৬৫ রান যোগ হয়। ওপেন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন মুশির। এই তরুণ ব্যাটার ৫১ বলে ৭৩ রান করেন। তিনি আটটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন।

দলের প্রয়োজনের মুহূর্তে দুর্দান্ত ইনিংস শ্রেয়াসের

এদিন মুম্বইয়ের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন মুশির ও যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। ওপেনিং জুটিতে যোগ হয় ২১ রান। ১৮ বল খেলে ১৫ রান করে আউট হয়ে যান যশস্বী। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মেরে ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন মুশিরের দাদা সরফরাজ খান (Sarfaraz Khan)। তবে তিনি ১০ বল খেলে ২১ রান করে আউট হয়ে যান। মুম্বই ৫৫ রানে জোড়া উইকেট হারানোর পর ক্রিজে যান শ্রেয়াস। তিনি দলকে ভালো জায়গায় পৌঁছে দেন।

৩৩ ওভারের ম্যাচ

এই ম্যাচে দুই দলের ওভার সংখ্যা কমিয়ে করা হয়েছে ৩৩। মুম্বই নয় উইকেট হারিয়ে ২৯৯ রান করে। হিমাচল প্রদেশের হয়ে বৈভব অরোরা (Vaibhav Arora), অভিষেক কুমার (Abhishek Kumar) ও কুশল পাল (Kushal Pal) তিন উইকেট করে নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।