BCCI Senior Men's National Selection Committee: মঙ্গলবার এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এরপরেই নির্বাচকদের বিষয়ে একের পর এক এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই। ফলে ভারতীয় ক্রিকেট মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
কারা হতে পারেন নির্বাচক?
বিসিসিআই-এর নির্বাচক হতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থাকতে হবে।

BCCI National Selectors: বৃহস্পতিবারই প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) প্রতি আস্থা প্রকাশ করে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এরপর শুক্রবার জানা গেল, আগরকরের দুই সতীর্থকে সরিয়ে দেওয়া হবে। তাঁদের মধ্যে একজন এস শরৎ (S Sharath)। তাঁর পরিবর্তে নতুন নির্বাচক হতে পারেন প্রাক্তন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha)। শরৎকে সিনিয়র দল নির্বাচন কমিটি থেকে সরিয়ে দিয়ে জুনিয়র দল নির্বাচন কমিটির প্রধান হিসেবে নতুন দায়িত্ব দিতে পারে বিসিসিআই। তবে সিনিয়র দল নির্বাচন কমিটি থেকে আর কোন নির্বাচককে সরিয়ে দেওয়া হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এর আগে শোনা গিয়েছিল, আগামী মাসে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় নির্বাচকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু তার আগেই সিদ্ধান্ত নিয়ে নিল বিসিসিআই।

কোন অঞ্চলের নির্বাচক বদল হবে?

আগরকর ও শরৎ ছাড়াও নির্বাচক হিসেবে আছেন প্রাক্তন ক্রিকেটার শিবসুন্দর দাস (Shiv Sunder Das), সুব্রত বন্দ্যোপাধ্যায় (Subroto Banerjee) ও অজয় রাত্রা (Ajay Ratra)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নির্বাচকদের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট নন বিসিসিআই কর্তারা। একাধিক নির্বাচককে সরিয়ে দেওয়া হতে পারে। এবার সেই পদক্ষেপ নেওয়া হল। আগামী বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ (2026 Men's T20 World Cup), ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় (South Africa) ওডিআই বিশ্বকাপ (2027 Cricket World Cup) হতে চলেছে। এই দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা মাথায় রেখেই দল নির্বাচন কমিটিতে বদল আনার পথে হাঁটছে বিসিসিআই

নতুন নির্বাচক হওয়ার যোগ্যতা কী?

জাতীয় নির্বাচক হতে গেলে অন্তত প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে। বিসিসিআই-এর শর্ত অনুযায়ী, অন্তত সাতটি টেস্ট ম্যাচ বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। অথবা ১০টি ওডিআই বা ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে থাকতে হবে। যিনি নতুন নির্বাচক হওয়ার জন্য আবেদন জানাবেন, তাঁকে অন্তত পাঁচ বছর আগে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে থাকতে হবে। পাঁচ বছরের মধ্যে বিসিসিআই-এর কোনও ক্রিকেট কমিটিতে থাকা চলবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।