Brad Haddin Sunil Gavaskar: ভারতের এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিদেশি ক্রিকেটারদের মতামতের সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকার। এবার ব্র্যাড হ্যাডিন সেই সমালোচনার উপযুক্ত জবাব দিলেন।
Brad Haddin Sunil Gavaskar: অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার এবং পাঞ্জাব কিংসের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন এবার সুনীল গাভাসকারের সমালোচনার উপযুক্ত জবাব দিলেন। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করার পর বিদেশি ক্রিকেটারদের মতামতের সমালোচনা করেছিলেন গাভাসকার। গত ১৯ অগাস্ট, বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর বোর্ডের সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলন করে ১৫ সদস্যের দল ঘোষণা করেন।
সেই দল ঘোষণার পর, শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায়। অনেকেই বলতে থাকেন, কেন তাদের বাদ দেওয়া হল? আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার পরেও, তাদের বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবি ডিভিলিয়ার্স এবং ব্র্যাড হ্যাডিন সহ প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররা ভারতের দল নির্বাচন নিয়ে, বিশেষ করে আইয়ারকে বাদ দেওয়া নিয়ে তাদের মতামত প্রকাশ করতে থাকেন।
তারপরেই বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ হন সুনীল গাভাসকার। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট দল নির্বাচন নিয়ে বিদেশিদের কোনও ভূমিকা নেই। ভারতীয় ক্রিকেটে তাদের কোনও অংশীদারিত্ব নেই এবং তাদের উচিত এমন সিদ্ধান্তের কোনও সমালোচনা না করা। যা তাদের করারই কথা নয়। তিনি আরও যোগ করেন, বিদেশিদের তাদের নিজের দেশের ক্রিকেট নিয়ে মনোযোগ দেওয়া উচিত। ভারত কখনোই অন্য দেশের দল নির্বাচন নিয়ে আলোচনা বা সমালোচনা করে না।
“আমাদের কাজ মতামত দেওয়া"
ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির সমালোচনার জবাবে ব্র্যাড হ্যাডিন এবার মুখ খুলেছেন। শ্রেয়স আইয়ারের এশিয়া কাপের দল থেকে বাদ পড়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, "বিশ্ব ক্রিকেটে যা ঘটছে, সেই সম্পর্কে তিনি কেবল তাঁর মতামত জানাচ্ছেন। পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবে শ্রেয়স আইয়ারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই হ্যাডিনের মনে হয়েছে, ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়া রীতিমতো অবাক করা একটা বিষয়।
দল নির্বাচনের পর, শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায়। অনেকে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। আইপিএল ২০২৫-এ আইয়ার এমনিতে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঞ্জাব কিংসকে ১১ বছরের মধ্যে প্রথম ফাইনালে নিয়ে যান। তিনি ৬০৪ রান করেন। তবে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয় পাঞ্জাব কিংস।
আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দলে ছিলেন। পাঁচ ম্যাচে ৪৮.৬০ গড়ে ২৪৩ রান করেছিলেন তিনি। যার মধ্যে দুটি অর্ধশতরান ছিল।
এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতের প্রস্তুতি
ওভালে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয়ভাবে ছয় রানে জয় পায়। ফলে, সিরিজ ২-২ ফলাফল নিয়ে শেষ হয়। তবে এশিয়া কাপের জন্য নির্বাচিত ক্রিকেটাররা বর্তমানে স্থানীয় টি-২০ লিগ এবং ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন।
সঞ্জু স্যামসন বর্তমানে কেরালা ক্রিকেট লিগ এবং এবং রিঙ্কু সিং ইউপি টি-টোয়েন্টি লিগে খেলছেন। কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা সম্প্রতি দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে তাদের নিজ নিজ জোনাল দলের হয়ে খেলেছেন। তিলক ভার্মা ২০২৫ সালের এশিয়া কাপের প্রস্তুতির জন্য সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন।
এদিকে শুভমান গিল, যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, জীতেশ শর্মা, সূর্যকুমার যাদব এবং অন্যান্যরা এশিয়া কাপের আগে তাদের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ভারতীয় দল আগামী ৫ সেপ্টেম্বর, দুবাই যাবে। এরপর ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে রয়েছে ভারতের প্রথম ম্যাচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


