- Home
- Sports
- Cricket
- Asia Cup 2025: ভারতের সম্ভাব্য প্রথম একদশ কেমন হতে পারে? জল্পনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে
Asia Cup 2025: ভারতের সম্ভাব্য প্রথম একদশ কেমন হতে পারে? জল্পনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে
Asia Cup 2025: আসন্ন এশিয়া কাপের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সম্ভাব্য প্রথম একাদশে কারা সুযোগ পাবেন?

এবার টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের আসর। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং হংকং, এই আটটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। উল্লেখ্য, এবার টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এশিয়া কাপের জন্য ভারতীয় দল
১৫ সদস্যের ভারতীয় দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সূর্যকুমার যাদবকে অধিনায়ক এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়া শুভমান গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে। তবে যশস্বী জয়সওয়াল সুযোগ পাননি। এছাড়াও নিয়মিত ভালো ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারকেও দলে রাখা হয়নি।
প্রথম একাদশে সঞ্জু স্যামসন সুযোগ পাবেন না?
স্পিনার বরুণ চক্রবর্তী, চেন্নাই সুপার কিংসের শিবম দুবে এবং কেরালার সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছে। এছাড়াও রিঙ্কু সিং দলে আছেন। তবে প্রথম একাদশে সঞ্জু এবং রিঙ্কুর জায়গা পাওয়ার সম্ভাবনা বেশ কম। শুভমান গিলের প্রত্যাবর্তনের ফলে, অভিষেক শর্মার সঙ্গে তিনি ইনিংস ওপেন করতে পারেন। তার ফলে, সঞ্জুর জায়গা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এদিকে উইকেটরক্ষক হিসেবে ইতিমধ্যেই ঈশান কিষাণ দলে আছেন। হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে খেলবেন বলে মত অনেকের। ফলে, রিঙ্কু এবং শিবমের সুযোগ পাওয়া বেশ কঠিন।
বরুণ চক্রবর্তী কি সুযোগ পাবেন দলে?
অভিষেক শর্মা এবং তিলক ভার্মা প্রথম একাদশে স্থান পেতে পারেন। কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল থাকায় বরুণের সুযোগ পাওয়া বেশ চাপের। তাছাড়া বুমরা এবং অর্শদীপ থাকবেন। পিচের অবস্থা বিবেচনা করে হর্ষিত রানা অথবা বরুণ চক্রবর্তী মাঠে নামতে পারেন।
ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ
এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী/হর্ষিত রানা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

