Cheteshwar Pujara: ২০১৮-১৯ সালে, অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল ভারত এবং তারপর ২০২০-২১ সালে ফের একবার সিরিজ জয়ের পুনরাবৃত্তি ঘটে। তখন পূজারাই ছিলেন ভারতের ব্যাটিং লাইন-আপের অন্যতম মেরুদণ্ড।
Cheteshwar Pujara: ক্যারিয়ারে সবচেয়ে কঠিন চারজন বোলারকে বেছে নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া চেতেশ্বর পূজারা। নিঃসন্দেহে ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। ভারতের হয়ে মত ১০৩টি টেস্টে মাঠে নেমে সাত হাজারেরও বেশি রান করেছেন পূজারা। শুধু তাই নয়, রাহুল দ্রাবিড়ের পর, তিন নম্বরে ভারতের ব্যাটিং লাইন-আপের অন্যতম মেরুদণ্ড ছিলেন এই তারকা।
মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডদের মোকাবিলা
২০১৮-১৯ সালে, অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল ভারত এবং তারপর ২০২০-২১ সালে ফের একবার সিরিজ জয়ের পুনরাবৃত্তি ঘটে। তখন পূজারাই ছিলেন ভারতের ব্যাটিং লাইন-আপের অন্যতম মেরুদণ্ড। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডদের মোকাবিলা করলেও, অজিদের মধ্যে সবচেয়ে কঠিন বোলার হিসেবে সেই দলের অধিনায়ক প্যাট কামিন্সকে বেছে নিয়েছেন চেতেশ্বর পূজারা।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। কামিন্সের পর, সবচেয়ে কঠিন বোলাররা হলেন্ সবাই দক্ষিণ আফ্রিকা থেকে। প্রোটিয়াদের পেস কিংবদন্তি ডেল স্টেইন এবং সতীর্থ তথা বর্তমানে ভারতের বোলিং কোচ মর্নি মরকেল হলেন পরবর্তী দুই কঠিন বোলার। যাদের বিরুদ্ধে তিনি খেলেছেন এবং তারা পূজারার ক্রিকেট ক্যারিয়ারে বেশ কঠিন বলেই তিনি জানিয়েছেন।
২৭৮টি প্রথম শ্রেণির ম্যাচে ২১৩০১ রান করেছেন তিনি
অন্যদিকে, ইংল্যান্ডের পেস কিংবদন্তি জেমস অ্যান্ডারসন হলেন পূজারার তালিকায় থাকা চতুর্থ কঠিন বোলার। ভারতের হয়ে ১০৩টি টেস্টে খেলেছেন পূজারা। তাঁর সংগ্রহে ১৯টি সেঞ্চুরি সহ ৭১৯৫ রান। অপরদিকে, ২৭৮টি প্রথম শ্রেণির ম্যাচে ২১৩০১ রান করেছেন তিনি।
এদিকে গত ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে, শেষবারের জন্য ভারতের হয়ে খেলা পূজারাকে গত বছরের অস্ট্রেলিয়া সফরে এবং চলতি বছরের ইংল্যান্ড সফরে দলে নেওয়া হয়নি। আর তারপরেই সক্রিয় ক্রিকেট থেকে অবসর নিলেন এই কিংবদন্তি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


