CSK vs MI Live Updates: ঘরের মাঠে বড় জয় মুম্বইয়ের। মুখোমুখি চেন্নাই বনাম মুম্বই।

CSK vs MI Live Updates: আইপিএল-এর (IPL 2025) দুই হাইভোল্টেজ দল রবিবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Chennai Super Kings vs Mumbai Indians)।

Scroll to load tweet…

আর সেই ম্যাচেই রীতিমতো দাপট দেখাল মুম্বই। ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্স জয়ী ৯ উইকেটে। 

এদিন টসে জিতে বোলিং নেয় মুম্বই (IPL 2025 Live Score)। আর ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই (CSK vs MI 2025 Live Score)। রাচিন রবীন্দ্র ফিরে যান মাত্র ৫ রানে। অন্যদিকে, শাইক রশিদ করেন ১৯ রান (IPL 2025 Points Table)। কিন্তু মিডল অর্ডারে হাল ধরেন তরুণ ব্যাটার আয়ূশ মাথরে। খেলেন ১৫ বলে ৩২ রানের দুরন্ত ইনিংস। আর তাঁকে যোগ্য সঙ্গত করেন রবীন্দ্র জাদেজা। তাঁর সংগ্রহে ৩৫ বলে ৫২ রান। নিঃসন্দেহে অনবদ্য ব্যাটিং। 

সেইসঙ্গে, আরেকজনের কথা না বললেই নয়।তিনি হলেন শিবম দুবে। তাঁর ঝুলিতে ৩২ বলে ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে ব্যর্থ ধোনি, করেন মাত্র ৪ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে সুপার কিংসরা (CSK vs MI Live Update)। 

মুম্বইয়ের হয়ে এদিন ২উইকেট নেন বুমরা এবং ১টি করে উইকেট পেয়েছেন মিচেল স্যান্টনার, দীপক চাহার ও অশ্বিনী কুমার। 

জবাবে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন মুম্বইয়ের অন্যতম বড় ভরসা রোহিত শর্মা এবং ফর্মে ফিরে বুঝিয়ে দিলেন যে, আসলে তিনি কিন্তু এখনও ফুরিয়ে যাননি। ৪৫ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস এবং দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রোহিত। আর তাঁকে উপযুক্ত সঙ্গত দিলেন সূর্যকুমার যাদব (CSK vs MI 2025 Highlights)। তিনি করেন ৩০ বলে ৬৮ রান। তিনিও অপরাজিত ছিলেন। অন্যদিকে, রায়ান রিকেলটনের সংগ্রহে ২৪ রান। শেষপর্যন্ত, মাত্র ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়েই ১৭৭ রানে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্স জয়ী ৯ উইকেটে এবং ম্যাচের সেরা রোহিত শর্মা (Rohit Sharma)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।