CSK vs SRH Probable Playing XI: চেন্নাইতে যেন ক্রিকেট যুদ্ধ। মুখোমুখি হচ্ছে চেন্নাই বনাম হায়দ্রাবাদ (CSk vs SRH)। 

CSK vs SRH Probable Playing XI: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে আবারও ধুন্ধুমার লড়াই। জিতবে কে? চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে, শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (Chennai Super Kings vs Sunrisers Hyderabad)। 

Scroll to load tweet…

উল্লেখ্য, এই ম্যাচে নামার আগে পর্যন্ত, দুই দলই যথেষ্ট খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হায়দ্রাবাদ আছে ৯ নম্বরে এবং চেন্নাই ১০ নম্বরে। ফলে, দুই দলই এদিন জয়ের জন্য ঝাঁপাবে, সেই কথা বলাই বাহুল্য। এদিকে নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছে সিএসকে। তাই এই ম্যাচকে নিশ্চয়ই বাড়তি গুরুত্ব দিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট। কারণ, লড়াইতে ফিরতে হবে দ্রুত (IPL 2025 Live Score)। 

Scroll to load tweet…

তাই এদিনের ম্যাচে অবশ্যই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাচিন রবীন্দ্র, বিজয় শঙ্কর, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ, খলিল আহমেদ এবং মাথিশা পাথিরানার দিকে চোখ রাখতেই হবে (CSK vs SRH 2025 Dream 11 Prediction)। 

অপরদিকে হায়দ্রাবাদও নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে (CSK vs SRH 2025 Live Score)। তাই তাদের কাছেও এই ম্যাচ ফিরে আসার অন্যতম মঞ্চ। শুক্রবার তাই অবশ্যই অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অধিনায়ক প্যাট কামিন্স এবং মহম্মদ শামির দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের (TATA IPL 2025)। 

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে (CSK vs SRH 2025 Probable First XI)?

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ শাইক রশিদ, রাচিন রবীন্দ্র, আয়ূশ মাথরে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, জেমিয়ে ওভার্টন, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য প্রথম একাদশঃ ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার-ব্যাটার), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), জয়দেব উনাদকাট, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, জীশান আনসারি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।