RCB vs RR Probable Live Updates: রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই। ধুন্ধুমার ক্রিকেট বেঙ্গালুরুতে।
RCB vs RR Probable Live Updates: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে আরও একটি হাইভোল্টেজ লড়াই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায়, মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস (Royal Challengers Bangalore vs Rajasthan Royals)।
সেই ম্যাচ গড়াল শেষ ওভার অবধি। কার্যত, রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় বেঙ্গালুরুর (IPL 2025 Live Score)। সবথেকে বড় বিষয়, চলতি আইপিএলে (Indian Premier League) দুই দলের এর আগেই একবার সাক্ষাৎ হয়ে গেছিল। সেই ম্যাচে জয়পুরে গিয়ে কার্যত, রাজস্থানের ঘরের মাঠে বড় জয় তুলে নেয় বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই, এই ম্যাচ রিয়ান পরাগদের কাছে ছিল হারের বদলা নেওয়ার ম্যাচ (IPL 2025 Score)। কিন্তু দিনের শেষে তা হল না। আর বেঙ্গালুরুর এই জয়ের পিছনে যে দুই তারকা রয়েছেন, তারা হলেন বিরাট কোহলি এবং জশ হ্যাজেলউড।
এদিন টসে জিতে বোলিং নেয় রাজস্থান। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই ঘরের মাঠে ঝড় তোলে বেঙ্গালুরু। ফিল সল্ট করেন ২৬ রান। আর তারপর আসা যাক বিরাট কোহলির কথায়। আবারও জ্বলে উঠলেন তিনি এবং খেললেন ‘বিরাট’ ইনিংস। কোহলির থেকে যেন এটাই প্রত্যাশিত। উপহার দিলেন ৪২ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস (RCB vs RR 2025 Live Score)। সেইসঙ্গে, দেবদূত পাডিক্কালের সংগ্রহে ২৭ বলে ৫০ রান।

তাছাড়া টিম ডেভিডের ঝুলিতে ২৩ রান এবং জীতেশ শর্মা ২০ রানে অপরাজিত থাকেন। তবে অধিনায়ক রজত পাতিদার করেন মাত্র ১ রান। কিন্তু বেঙ্গালুরুর ওপেনিং এবং মিডল অর্ডার এদিন বেশ ভালো পারফর্ম করে। আর সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে তারা।
অন্যদিকে, রাজস্থানের হয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। ১টি করে উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জোফ্রা আর্চার। বোলিং এই ম্যাচে খুবই খারাপ করে রাজস্থান রয়্যালস (IPL 2025 Points Table)।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি দ্রাবিড়ের ছেলেরা। যশস্বী জয়সওয়াল এদিনও বেশ লড়াই করেন। তাঁর সংগ্রহে ১৯ বলে ৪৯ রান। বৈভব সূর্যবংশীর ঝুলিতে ১৬ রান। নীতিশ রানা করেন ২৮ রান এবং অধিনায়ক রিয়ান পরাগের সংগ্রহে ২২ রান (TATA IPL 2025)।
তবে মিডল অর্ডারে নেমে দারুণ খেলেন ধ্রুভ জুরেল। করেন ৩৪ বলে ৪৭ রান। শিমরন হেটমেয়ারের ঝুলিতে ১১ রান এবং শুভম দুবের সংগ্রহে ১২ রান। রাজস্থান যেভাবে খেলছিল, তাতে একটা সময় মনে হচ্ছিল, হয়ত ম্যাচ তারা বের করে নিয়ে যাবে। আস্কিং রেট কমে গিয়ে জয়ের অনেকটা কাছেও চলে এসছিল তারা (RCB vs RR Live Update)।
কিন্তু সেই জায়গাতেই বাজিমাত করে বেঙ্গালুরু। পরপর উইকেট তুলে নিয়ে রাজস্থানকে রীতিমতো বিপাকে ফেলে দেন কোহলিরা। ফলে, লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে রান তোলার গতিও থমকে যায়। আর তার জেরেই, নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানেই আটকে যান রিয়ান পরাগরা।

তবে বেঙ্গালুরু বোলার জশ হ্যাজেলউডের প্রশংসা করতেই হয়। এদিন তিনি একাই নেন ৪ উইকেট। সঠিক সময়ে উইকেট তুলতে থাকেন এই বোলার। সেইসঙ্গে, ২টি উইকেট পেয়েছেন ক্রুনাল পান্ডিয়া। ১টি করে উইকেটে পেয়েছেন ভুবনেশ্বর কুমার এবং যশ দয়াল (Royal Challengers Bangalore vs Rajasthan Royals 2025 live)।
রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়ে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের সেরা জশ হ্যাজেলউড (Josh Hazlewood)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


