DC vs RR Live Updates: রাজধানীতে মহারণ। মুখোমুখি হয়েছিল দিল্লী বনাম রাজস্থান (DC vs RR)। সেই ম্যাচেই কার্যত, রুদ্ধশ্বাস জয় দিল্লীর। 

DC vs RR Live Updates: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে বুধবার, অন্যতম হাইভোল্টেজ ম্যাচে (IPL 2025 Live ) দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লী ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস (Delhi Capitals vs Rajasthan Royals)। কার্যত, দুর্দান্ত ক্রিকেটের অপেক্ষায় ছিলেন ভক্তরা। আর বাস্তবে হলও তাই।

Scroll to load tweet…

আর সেই ম্যাচ গড়াল সুপার অবধি পর্যন্ত (IPL 2025 Live Score)। তান্তান্ত উত্তেজনার লড়াইতে শেষপর্যন্ত জয় হাসিল করলেন কেএল রাহুলরা। বলা ভালো, রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল দিল্লী। চলতি আইপিএল-এর প্রথম ম্যাচ, যেটি সুপার ওভার পর্যন্ত গড়াল। অথচ ঠিক তার আগের মুহূর্ত অবধি সবাই ধরে নিয়েছিল যে, ম্যাচে জয় শুধুই সময়ের অপেক্ষা রাজস্থানের জন্য। কিন্তু না, পুরো ছবিটাই বদলে গেল ম্যাচটা সুপার ওভারে যাওয়ার পর (DC vs RR 2025 Live score)। 

এদিন টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। আর ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়ে দিল্লী। ওপেনার ম্যাকগার্ক ফিরে যান মাত্র ৯ রানে। করুণ নায়ারও বিশেষ কোনও সুবিধা করতে না পেরে খালি হাতেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। 

কিন্তু হাল ধরেন অভিষেক পোড়েল, খেলেন ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অন্যদিকে, কেএল রাহুল করেন ৩৮ রান। এছাড়া ট্রিস্টান স্টাবসের ঝুলিতে ১৮ বলে ৩৪ রান এবং অক্ষর প্যাটেলের সংগ্রহে ১৪ বলে ৩৪ রান। পরেরদিকে নেমে এই দুই ব্যাটারের ঝোড়ো ইনিংস দিল্লীকে অনেকটাই এগিয়ে দেয় (DC vs RR Live Update)। 

অপরদিকে, আশুতোষ শর্মা করেন ১৫ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে দিল্লী ক্যাপিটালস। রাজস্থানের হয়ে এদিন ২টি উইকেট নেন জোফ্রা আর্চার এবং ১টি করে উইকেট পান মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

এদিকে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে রাজস্থান। ওপেনার যশস্বী জয়সওয়াল খেলেন ৩৭ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস। অন্যদিকে, অধিনায়ক সঞ্জু স্যামসনের ঝুলিতে ১৯ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস। তবে মিডল অর্ডারে নেমে সেইভাবে কোনও ভরসা দিতে পারেলন না রিয়ান পরাগ। কিন্তু জ্বলে উঠলেন নীতিশ রানা। উপহার দিলেন ২৮ বলে ৫১ রানের অসাধারণ ইনিংস (DC vs RR 2025 Highlights)। 

Scroll to load tweet…

এছাড়া ধ্রুভ জুরেল করেন ২৬ রান এবং শিমরন হেটমেয়ার ১৫ রানে অপরাজিত থাকেন। কার্যত, ম্যাচ তখন পুরোপুরি রাজস্থানের পকেটে। কিন্তু নির্ধারিত ২০ ওভারে, শেষপর্যন্ত ১৮৮ রানেই গিয়ে আটকে যায় রাজস্থানের ইনিংস। আর ফলস্বরূপ ম্যাচ গড়ায় সুপার ওভারে। 

সেখানেই বাজিমাত করল দিল্লী। সুপার ওভারে রাজস্থানের হয়ে ব্যাট করতে নামেন হেটমেয়ার এবং রিয়ান পরাগ। প্রথমে ব্যাট করে ১১ রান তোলে রাজস্থান রয়্যালস। ফলে, জয়ের জন্য দিল্লীর দরকার ছিল মাত্র ১২ রান। উল্লেখ্য, সুপার ওভারে দিল্লীর হয়ে দুর্দান্ত বোলিং করেন মিচেল স্টার্ক। 

কেকেআর থেকে বিতাড়িত তারকাই যেন এদিন পার্থক্য গড়ে দিলেন। আর দিল্লীর পক্ষে এই জয় খুব একটা কঠিন ছিল না। শেষপর্যন্ত, সুপার ওভারের দুই বল বাকি থাকতেই ১৩ রান তুলে নেয় তারা। দিল্লীর হয়ে সুপার ওভারে দুরন্ত ব্যাটিং করেন কেএল রাহুল এবং ট্রিস্টান স্টাবস। 

শেষপর্যন্ত, সুপার ওভারে জয়ী দিল্লী ক্যাপিটালস এবং ম্যাচের সেরা মিচেল স্টার্ক (Mitchell Starc)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।