- Home
- Sports
- Cricket
- India vs West Indies: ভারতীয় দলের লাকি স্টার নাকি ধ্রুভ জুরেল! এমন রেকর্ডও ক্রিকেটে হয়?
India vs West Indies: ভারতীয় দলের লাকি স্টার নাকি ধ্রুভ জুরেল! এমন রেকর্ডও ক্রিকেটে হয়?
India vs West Indies: ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ধ্রুভ জুরেল এক বিরল রেকর্ড গড়ে গোটা দলের জন্য লাকি স্টার হয়ে উঠেছেন। কিন্তু কীভাবে?

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয় ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জিতে ভারত ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দিয়েছে। আর এই ম্যাচে ধ্রুভ জুরেল এক বিরল রেকর্ডও গড়ে ফেলেছেন। অভিষেকের পর, টানা সবচেয়ে বেশি টেস্ট জয়ে অংশ নেওয়া খেলোয়াড় হয়েছেন দেশের এই তরুণ ক্রিকেটার ।
ধ্রুভ জুরেলের রেকর্ড
পন্থের চোটের কারণে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেয়ে জুরেল প্রথম টেস্টে সেঞ্চুরিটি করেন। গত ২০২৪ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে তাঁর প্রথম অভিষেক হয়।
অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়েন
ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি ও ধর্মশালা টেস্টেও ভারত জয়লাভ করে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টেও জুরেলের উপস্থিতিতে ভারত জেতে। তারপর রোহিত দলে ফিরলে ফের তিনি বাদ পড়েন।
লাকি স্টার জুরেল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টেই জয়ের ফলে, জুরেল ভারতের লাকি স্টার হয়ে উঠেছেন। কারণ, তাঁর খেলা সব ম্যাচেই দল জিতেছে। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজেও খেলবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
