IND vs ENG 4th Test: গত ২০১৭ সালে, নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পিনার লিয়াম ডসন শেষবার ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন। তিনি এবার ফিরে এলেন দলে।
IND vs ENG 4th Test: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আট বছর পর, স্পিনার লিয়াম ডসন ইংল্যান্ড দলে ফিরে এসেছেন। লর্ডস টেস্টে খেলা শোয়েব বসির চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে গেছেন। প্রথম তিনটি টেস্টের মতোই তিনজন পেসার এবং একজন স্পিনারের সমন্বয় দেখা যাবে ইংল্যান্ড দলে। বলা চলে, ম্যাঞ্চেস্টার টেস্টেও ইংল্যান্ড একই পরিকল্পনা ধরে রাখছে। দলের অধিনায়ক বেন স্টোকস অলরাউন্ডার হিসেবে সফল এবং সঙ্গে জো রুটের পার্টটাইম স্পিনই ইংল্যান্ডের বাড়তি বোলিং অপশন হিসেবে কাজ করবে।
এদিকে ২০১৭ সালে, নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা স্পিনার লিয়াম ডসন ইংল্যান্ডের জার্সিতে ফিরছেন
গত ২০১৬ সালের ভারত সফরে, ডসন ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে মাঠে নামেন। ক্যারিয়ারে এখনও পর্যন্ত মাত্র তিনটি টেস্টে খেলা ডসন মোট ৭টি উইকেট পেয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১২টি ম্যাচে, ১০৭৩১ রান করেছেন এবং ৩৭১ উইকেট রয়েছে ডসনের নামের পাশে।
তাছাড়া ভালো ব্যাটার হিসেবেও পরিচিতি রয়েছে ডসনের। ফলে, তাঁর দলে অন্তর্ভুক্তি ইংল্যান্ডের ব্যাটিংকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। ডসন প্রথম একাদশে আসার পর, ইংল্যান্ডের পক্ষে ১১ নম্বর পর্যন্ত ব্যাট করা কিছুটা সহজ হয়ে গেল। পাঁচ ম্যাচের সিরিজে দুটি টেস্ট জিতে ইংল্যান্ড আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। চতুর্থ টেস্টে জিতলেই সিরিজ জিতে নিতে পারবে তারা।
ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলে, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমিয়ে স্মিথ, লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার।
অন্যদিকে, ভারত এখনও দল ঘোষণা করেনি। তবে সম্ভাব্য প্রথম একাদশ সম্পর্কে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে।
ভারতের সম্ভাব্য একাদশ: কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার/ধ্রুব জুরেল, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ/অংশুল কাম্বোজ, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


