England Cricket: ভারতের গড়া রেকর্ডও ভেঙে দিয়েছে হ্যারি ব্রুকের দল। উল্লেখ্য, আগেই এই সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে, তৃতীয় একদিনের ম্যাচটি ছিল নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ।

England Cricket: একদিনের ক্রিকেটে নয়া নজির গড়ল ইংল্যান্ড ক্রিকেট দল (england vs south africa 3rd odi highlights)। সাউদাম্পটনে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ওয়ানডে ম্যাচে, দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড (england vs south africa)। শুধু তাই নয়, বিশ্বরেকর্ড করে ফেলেছে তারা।

আর সেই সুবাদেই, ভারতের গড়া রেকর্ডও ভেঙে দিয়েছে হ্যারি ব্রুকের দল। উল্লেখ্য, আগেই এই সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে, তৃতীয় একদিনের ম্যাচটি ছিল নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ। 

দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে ৩৪২ রানে

আর সেই ম্যাচেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বড় রানের ব্যবধানে হার। আর সেটা এতটাই যে, এর আগে এত বড় ব্যবধানে কোনও দল হারেনি। রবিবার সাউদাম্পটনে, তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে ৩৪২ রানে। এত বড় জয় একদিনের ক্রিকেটে আর কোনও দলের নেই। আর তার ফলেই, ইংল্যান্ড ভেঙে দিয়েছে ভারতের আড়াই বছরের পুরন এক রেকর্ড।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩০৯ রানে জয়

প্রসঙ্গত, গত ২০২৩ সালের জানুয়ারি মাসে, তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১৭ রানে জয় পায় ভারত। এতদিন পর্যন্ত, সেটিই ছিল রানের নিরিখে বৃহত্তম জয়। এবার সেই নজির ভেঙে দিল ইংল্যান্ড। সেই তালিকায় আবার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। কারণ, ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩০৯ রানে জয় পায় তারা। এরপর চার নম্বরে আছে জ়িম্বাবোয়ে। 

সেই বছরই আমেরিকাকে ৩০৪ রানে হারায় তারা। আর পঞ্চম স্থানে আছে ভারত। ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারায় তারা। আর একদিনের ক্রিকেটে এটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম পরাজয়। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৬ রানে পরাজিত হয় তারা। তার আগে আবার ভারতের বিরুদ্ধে ২৪৩ রানে হেরে যায়। তবে ইংল্যান্ডকে হারিয়ে আগেই একদিনের সিরিজ় জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।