Edgbaston Test Match: এজবাস্টন টেস্ট ম্যাচের প্রথম দুই দিনই ভারতীয় দলের দাপট দেখা গেল। ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর বোলারদেরও কার্যকর ভূমিকা পালন করতে দেখা গেল। তবে বোলারদের কাজ এখনও শেষ হয়নি। ইংল্যান্ডকে যত দ্রুত সম্ভব অলআউট করতে হবে।
England vs India Second Test Match: ২৫ রানে ৩ উইকেট থেকে দিনের শেষে ৭৭। এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতের চেয়ে ৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড (England vs India)। ইনিংসের শুরুতেই জোড়া উইকেট নিয়ে ইংল্যান্ড শিবিরকে ধাক্কা দেন জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পরিবর্তে খেলার সুযোগ পাওয়া আকাশ দীপ (Akash Deep)। তিনি বেন ডাকেট (Ben Duckett) ও অলি পোপকে (Ollie Pope) ফিরিয়ে দেন। ১৩ রানে জোড়া উইকেট হারায় ইংল্যান্ড। ডাকেট ও পোপ রান করার আগেই আউট হয়ে যান। পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তুলেছিলেন আকাশ দীপ। তবে এরপর তিনি ছন্দ ধরে রাখতে পারেননি। এরপর জাক ক্রলিকে (Zak Crawley) ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সেই সময় মনে হচ্ছিল এদিন আরও উইকেট নেবেন ভারতের বোলাররা। কিন্তু দিনের বাকি সময়টা ক্রিজে কাটিয়ে দেন জো রুট (Joe Root) ও হ্যারি ব্রুক (Harry Brook)। ৩৭ বলে ১৮ রান করে অপরাজিত রুট। ৫৩ বলে ৩০ রান করে অপরাজিত ব্রুক।
এবার বোলাররা ভরসা দিতে পারবেন?
হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বুমরা ছাড়া অন্য কোনও বোলার ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এজবাস্টনে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবার বোলাররা কেমন পারফরম্যান্স দেখাবেন, সে বিষয়ে সবারই আগ্রহ রয়েছে। আকাশ দীপ সিরাজ উইকেট পেলেও, প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এখনও উইকেট পাননি। ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) এখনও বোলিং করতে ডাকেননি শুবমান গিল (Shubman Gill)। তৃতীয় দিন নিশ্চয়ই বোলিং করবেন ওয়াশিংটন। তিনি ভালো ব্যাটিং করেছেন। এবার ভালো বোলিং করারও চেষ্টা করবেন।
ইংল্যান্ডকে ফলো অন করাতে পারবে ভারত?
এজবাস্টন টেস্টে এখনও তিন দিনের খেলা বাকি। ফলে ম্যাচ ড্র হওয়ার বদলে ফল হওয়ার সম্ভাবনা বেশি। শুক্রবার ভারতীয় দল যদি ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে দিতে পারে, তাহলে জয়ের আশা বাড়বে। সবকিছুই নির্ভর করছে বোলারদের উপর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


