Indian Captain Shubman Gill: টেস্টে ভারতের অধিনায়ক হওয়ার পর থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শুবমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি ভারতীয় দলকে ভরসা দিচ্ছেন। তাঁর ব্যাটিংয়ে অধিনায়কত্বের চাপ দেখা যাচ্ছে না।
Shubman Gill Double Century: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (England vs India) দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে দ্বিশতরান করলেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। বুধবার ম্যাচের প্রথম দিন তিনি শতরান করে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবারও দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক। এদিন প্রথম সেশনের পর ১৬৮ রান করে অপরাজিত ছিলেন শুবমান। দ্বিতীয় সেশনে দ্বিশতরান পূর্ণ করে ফেললেন তিনি। টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচে শতরান করার পর দ্বিতীয় ম্যাচে দ্বিশতরান করলেন শুবমান। বৃহস্পতিবার তিনি ৩১১ বলে দ্বিশতরান পূর্ণ করলেন। দ্বিশতরান করার পথে ২১টি বাউন্ডারি এবং জোড়া ওভার-বাউন্ডারি মেরেছেন ভারতের অধিনায়ক। তিনি যেভাবে ব্যাটিং করছেন, তাতে ক্রিকেট দুনিয়ায় শ্রদ্ধা আদায় করে নিচ্ছেন।
নতুুন নজির শুবমানের
ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচে দ্বিশতরান করলেন শুবমান। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সাতটি শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। একটি করে শতরান করেছেন মনসুর আলি খান পতৌদি (MAK Pataudi), সুনীল গাভাসকর (Sunil Gavaskar), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও শুবমান। অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টেই কিংবদন্তিদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন শুবমান। এই নিয়ে দ্বিতীয়বার বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে দ্বিশতরান করলেন ভারতের কোনও অধিনায়ক। ২০১৬ সালে নর্থ সাউন্ডে (North Sound) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিশতরান করেন বিরাট। এবার দ্বিশতরান করলেন শুবমান। তিনি এশিয়ার কোনও দেশের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে দ্বিশতরান করলেন।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক স্কোর শুবমানের
১৯৭৯ সালে ওভাল (The Oval) টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২১ রান করেছিলেন গাভাসকর। তিনিই এতদিন ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্ট ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটার ছিলেন। এজবাস্টনে (Edgbaston) গাভাসকরের সেই নজির ছাপিয়ে গেলেন শুবমান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


