Indian Test Captain Shubman Gill: রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের পর টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান গিল। ইংল্যান্ডের (England vs India) বিরুদ্ধে টেস্ট সিরিজের মাধ্যমে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন শুবমান।
Gary Kirsten praised Shubman Gill: শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ (England vs India)। হেডিংলিতে (Headingley) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) প্রশংসা করলেন বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কার্স্টেন বলেছেন, ‘আমার মনে হয়, শুবমান একজন অসাধারণ নেতা হয়ে উঠবে। ও একজন বুদ্ধিমান ক্রিকেটার। ওর ক্রিকেট-মস্তিষ্ক খুব ভালো। ও নিজের খেলা বোঝে। ও অত্যন্ত প্রতিভাবান এবং ভালো মানুষ। যা আমার মনে হয় সত্যিই গুরুত্বপূর্ণ। তুমি যখন দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাও, তোমাকে চাপে ফেলা হতে পারে। তোমার নেতৃত্বের পরীক্ষা হবে।’ শুবমান সত্যিই ভালো নেতা হয়ে উঠবেন কি না, তা হয়তো শুক্রবারই বোঝা যাবে।
তরুণ নেতার উপর ভরসা রাখছেন কার্স্টেন
আইপিএল-এ (IPL) গুজরাট টাইটানসের (Gujarat Titans) প্রধান কোচ হিসেবে শুবমানকে কাছ থেকে দেখেছেন কার্স্টেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন, ‘যে কোনও তরুণ নেতাকেই দলকে নেতৃত্ব দেওয়া শিখতে হবে। উন্নতি করতে হবে। সারাক্ষণ নিরীক্ষণের মধ্যে থেকেই তোমাকে উন্নতি করতে হবে। তবে আমি বিশ্বাস করি, ওর মধ্যে সত্যিই একজন ভালো নেতা হয়ে ওঠার মতো সবরকম কাঁচামাল রয়েছে। শুবমানের যে গুণ আমার সবচেয়ে ভালো লাগে তা হল, ও যা বলে তা করে দেখায়। ও অত্যন্ত গোছানো, অনুশীলন ও প্রস্তুতির সময় অত্যন্ত পরিশ্রমী। এর ফলে অন্যদের জন্য অসাধারণ উদাহরণ তৈরি করে। আমার মনে হয়, ও আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলতে তৈরি।’
৪ নম্বরে ব্যাটিং করবেন শুবমান
টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) জানিয়েছেন, হেডিংলি টেস্টে চার নম্বরে ব্যাটিং করবেন শুবমান। এর আগে এই জায়গায় ব্যাটিং করতেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার তাঁর জায়গায় ব্যাটিং করবেন শুবমান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


