Rishabh Pant: ধোনিকে ছাপিয়ে গেলেন, টেস্ট ক্রিকেটে নতুন নজির ঋষভের
Rishabh Pant record: টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেই ভালো ব্যাটিং করলেন ঋষভ পন্থ। অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) পাশাপাশি হেডিংলি টেস্টের (Headingley Test) প্রথম দিনের শেষে অপরাজিত ঋষভ।

শুক্রবার টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন অপরাজিত অর্ধশতরান করে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় এশিয়ার সফলতম উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয় 'সেনা'। এশিয়ার কোনও দেশের উইকেটকিপার-ব্যাটার হিসেবে 'সেনা'-য় সবচেয়ে সফল হওয়ার রেকর্ড গড়লেন ঋষভ পন্থ।
হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম দিন ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬৫ রানে অপরাজিত ঋষভ পন্থ
হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম দিন অসাধারণ ব্যাটিং করেছেন ঋষভ পন্থ। ভারতের সহ-অধিনায়ক ১০২ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।
'সেনা'-য় ২৭টি টেস্ট ম্যাচ খেলে ১,৭৪৬ রান করেছেন ঋষভ পন্থ, শতরান-অর্ধশতরানও আছে
'সেনা'-য় ২৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৮.৮০ গড়ে ৪টি শতরান এবং ৬টি অর্ধশতরান-সহ ১,৭৪৬ রান করেছেন ঋষভ পন্থ।
'সেনা'-য় ৩২টি টেস্ট ম্যাচ খেলে ১,৭৩১ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি
এতদিন 'সেনা'-য় এশিয়ার কোনও দেশের উইকেটকিপার-ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ।
শুক্রবার হেডিংলিতে টেস্ট ক্রিকেটে ৩,০০০ রান পেরিয়ে গেলেন ঋষভ পন্থ
মহেন্দ্র সিং ধোনির পর ভারতের দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩,০০০ রান পেরিয়ে গেলেন ঋষভ পন্থ।
টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির চেয়ে কম ইনিংস খেলে ৩,০০০ রান পূরণ করলেন ঋষভ পন্থ
টেস্ট ক্রিকেটে ৭৬-তম ইনিংসে ৩,০০০ রান পূরণ করলেন ঋষভ পন্থ। তিনি এক্ষেত্রেও মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দিয়েছেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩,০০০ রান পূরণ করলেন ঋষভ পন্থ
অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট টেস্ট ক্রিকেটে ৬৩ ইনিংস খেলে ৩,০০০ রান পূরণ করেন। তিনিই এক্ষেত্রে দ্রুততম। এবার টেস্টে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ৩,০০০ রান পূরণ করলেন ঋষভ পন্থ।
চতুর্থ উইকেট জুটিতে শুবমান গিলের সঙ্গে ১৩৮ রান যোগ করেছেন ঋষভ পন্থ
হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম দিন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল এবং সহ-অধিনায়ক ঋষভ পন্থের অবিচ্ছিন্ন জুটিতে ১৩৮ রান যোগ হয়।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচের প্রথম দিন সবচেয়ে বেশি রানের নজির গড়ল ভারতীয় দল
হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান করেছে ভারতীয় দল। এটাই ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচের প্রথম দিন ভারতীয় দলের সর্বাধিক দল।

