England vs India: হেডিংলিতে (Headingley) ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চলছে। রবিবার এই ম্যাচের তৃতীয় দিন। প্রথম ইনিংসে এগিয়ে থাকতে হলে ভারতের বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
Jasprit Bumrah-Gautam Gambhir animated chat: সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য না পেয়ে কি বিরক্ত জসপ্রীত বুমরা? (Jasprit Bumrah) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও তেমনই ইঙ্গিত দিচ্ছে। হেডিংলিতে (Headingley) ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন সাজঘরে ফিরে গিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে আলোচনায় বসেন বুমরা। তাঁকে দেখে উত্তেজিত মনে হচ্ছিল। কোচকে উত্তেজিতভাবে কিছু বোঝাচ্ছিলেন বুমরা। সতীর্থ বোলারদের খারাপ পারফরম্যান্স, ফিল্ডারদের রান গলানো, ক্যাচ ফস্কানো দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এই পেসার। তিনি হয়তো কোচকে সে কথাই বলছিলেন। গম্ভীরও উত্তেজিতভাবে কথা বলছিলেন। তাঁদের মধ্যে ঠিক কী কথা হচ্ছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি। কারণ, এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। ফলে ক্রিকেট মহলে নানা জল্পনা চলছে।
শনিবার ঠিক কী হয়েছিল?
শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৪০-তম ওভার চলাকালীন গম্ভীরের সঙ্গে বুমরার উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। সেই সময় বোলিং করছিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তিনি ছন্দ পাননি। তখনই সাজঘরে পাশাপাশি বসে কথা বলছিলেন গম্ভীর ও বুমরা। তাঁদের দু'জনেরই মনোভাব দেখে বোঝা যাচ্ছিল, তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ।
শনিবার ভারতের খারাপ বোলিং-ফিল্ডিং
শনিবার বুমরা ৩ উইকেট নিলেও, ভারতের অন্য কোনও বোলার সাফল্য পাননি। বেন ডাকেটের (Ben Duckett) ক্যাচ ফস্কান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। নো-বল, ক্যাচ ফস্কানো, মিসফিল্ডিংয়ের জন্য রান বাড়াতে সক্ষম হন ইংরেজ ব্যাটাররা। ডাকেটের ক্যাচ ফস্কানোর সময় তিনি ১৫ রানে ব্যাটিং করছিলেন। শেষপর্যন্ত ৯৪ বলে ৬২ রান করে বুমরার বলে বোল্ড হয়ে যান। ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Shitanshu Kotak) জানিয়েছেন, খারাপ ফিল্ডিংয়ে তাঁরা হতাশ। বুমরার আচরণে বোঝা গিয়েছে, তিনিও সতীর্থদের ফিল্ডিংয়ে হতাশ। তৃতীয় দিন এগিয়ে থাকতে হলে ভারতের বোলার ও ফিল্ডারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। না হলে সুবিধা পেয়ে যাবে ইংল্যান্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


