Death of cricketer: ক্রিকেটের ইতিহাসে একাধিক খেলোয়াড় মাঠেই চোট পেয়ে প্রাণ হারিয়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার রমন লাম্বারও এভাবেই মৃত্যু হয়েছিল। এবার ভারতের আরও এক ক্রিকেটার মাঠেই চোট পেয়ে প্রাণ হারালেন।
Death of Punjab cricketer: বোলিং করছিলেন একজন স্পিনার। লং অনের মাথার উপর দিয়ে ছক্কা মারেন ব্যাটার। এরপর তিনি ক্রিজের অপর প্রান্তে থাকা ব্যাটারের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কিন্তু ক্রিজের মাঝামাঝি জায়গায় গিয়েই বসে পড়েন। তাঁর সঙ্গীও ব্যাট হাতে ক্রিজের পাশে বসে পড়েন। তাঁরা কথা বলতে থাকেন। হঠাৎই উপুড় হয়ে শুয়ে পড়েন ছক্কা হাঁকানো ব্যাটার। বিপদ বুঝে তাঁকে ডাকতে থাকেন সঙ্গী। বিপক্ষ দলের ক্রিকেটাররাও ছুটে যান। সবাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। কিন্তু কিছুই করা সম্ভব হয়নি। এই ক্রিকেটারের প্রাণ বাঁচানো সম্ভব হল না। মৃত ক্রিকেটারের নাম হরজিৎ সিং (Harjeet Singh)। তিনি বন্ধুদের সঙ্গে পাঞ্জাবের (Punjab) ফিরোজপুরে (Firozpur) ডিএভি স্কুল (DAV School) মাঠে খেলছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হরজিতের
হরজিতের সতীর্থ ও বিপক্ষ দলের ক্রিকেটাররা তাঁকে সিপিআর (CPR) দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কোনও চেষ্টাতেই ফল হয়নি। নেহাতই পাড়ার খেলা হওয়ায় চিকিৎসার কোনও ব্যবস্থা, অ্যাম্বুল্যান্স ছিল না। ফলে হরজিৎকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই কারণেই তাঁর এভাবে মাঠেই মৃত্যু হল। কিন্তু কীভাবে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই হরজিতের মর্মান্তিক পরিণতি দেখে শোকপ্রকাশ করছেন।
বছর ঘুরতে একই ঘটনা
২০২৪ সালের জুনে মুম্বইয়ে (Mumbai) একই ধরনের ঘটনা ঘটেছিল। ক্রিকেট ম্যাচ চলাকালীন ৪২ বছর বয়সি এক খেলোয়াড়ের মৃত্যু হয়। মৃতের নাম রাম গণেশ তেওয়ার (Ram Ganesh Tewar)। তিনি কাশ্মীরা অঞ্চলে এক খামারবাড়িতে ক্রিকেট ম্যাচ খেলছিলেন। ছক্কা মারার পরেই তিনি মাঠে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এবার পাঞ্জাবের ফিরোজপুরে একই ঘটনা ঘটল। ফলে এই ধরনের ক্রিকেট ম্যাচ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


